রমজান উপলক্ষে আমদানি করা খেজুরে কারসাজির মাধ্যমে কয়েকশ কোটি টাকা হাতিয়ে নিয়েছে আমদানিকারকরা। আমদানি পর্যায়ে প্রতিকেজি খেজুর মাত্র ৮০ থেকে ১০০ টাকা হলেও ভোক্তা পর্যায়ে তা বিক্রি করা হচ্ছে ৫০০ থেকে ১ হাজার ৫০০ টাকা পর্যন্ত। অথচ কাস্টমসের কাছে খেজুর হিসাবে শুল্কায়ন হলেও বাজারে নানা নামে ভাগ করে বাড়ানো হয়েছে দাম। চট্টগ্রাম জেলা প্রশাসনের অনুসন্ধানে বের হয়ে এসেছে খেজুর নিয়ে কারসাজির এমন তথ্য।
চট্টগ্রাম নগরীর স্টেশন রোড এলাকার ফলমণ্ডির সব কটি দোকান-ব্যবসাপ্রতিষ্ঠান ও গুদাম এখন খেজুরে পরিপূর্ণ। কার্টনের স্তূপ জমে আছে দোকানগুলোর সামনে। ছোট ছোট পিকআপে করে আনা হচ্ছে আমদানি করা কয়েকশ মেট্রিক টন খেজুর। বাজারে খেজুরের কোনো রকম ঘাটতি না থাকলেও দাম বিগত বছরের তুলনায় কয়েকগুণ বেশি।
ক্রেতারা বলছেন, গত বছর যেসব খেজুর ৩০০ থেকে ৩৫০ টাকায় পাওয়া যেত, সেগুলো এখন কিনতে হচ্ছে ৫০০ থেকে ৬০০ টাকায়।
আর চট্টগ্রাম ফলমণ্ডির মেসার্স তুহিন এন্টারপ্রাইজের মালিক মো. জাহাঙ্গীর বলেন, ডলার সংকটের কারণে এখন সব জিনিসের দাম বাড়তি। ফলে খেজুরের দাম তুলনামূলক বেশি। এতে বিক্রেতাদের কিছু করার নেই।
চট্টগ্রাম কাস্টম হাউসের তথ্যানুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত আট মাসে বাংলাদেশে আমদানি হয়েছে ৫০ হাজার ২৫৭ মেট্রিক টন খেজুর। আর দাম হিসাবে উল্লেখ করা হয়েছে ৪৭৭ কোটি টাকা। এর মধ্যে ফেব্রুয়ারি মাসেই রেকর্ড ১৫৪ কোটি টাকা মূল্যের ১৮ হাজার ৮৭১ মেট্রিক টন খেজুর আমদানি হয়েছে বাংলাদেশে।
মূলত দেশে রমজান উপলক্ষে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে অন্তত ২৬ ধরনের খেজুর আমদানি করা হয়। এর মধ্যে ১৪ ধরনের খেজুর মানসম্মত হিসেবে ধরা হয়। তবে এসব খেজুরের দাম এখন লাগামছাড়া। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে দাম।
এদিকে এক সপ্তাহের বেশি সময় ধরে আমদানি থেকে শুরু করে খেজুরের ভোক্তা পর্যায়ে পৌঁছানো পর্যন্ত কারসাজি অনুসন্ধান করেছে চট্টগ্রামের জেলা প্রশাসন। কারসাজির মাধ্যমে আমদানিকারক থেকে শুরু করে মধ্যস্বত্বভোগীরা এই খেজুরের বাজার থেকে কয়েকশ কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে তথ্য পেয়েছে অনুসন্ধানকারী দল। শুধু ঢাকা ও চট্টগ্রামের চারজন আমদানিকারকই আমদানি করেছেন ২২ হাজার মেট্রিক টন খেজুর।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়