কারসাজিতে আমদানিকারকদের পকেটে শতকোটি টাকা

রমজান উপলক্ষে আমদানি করা খেজুরে কারসাজির মাধ্যমে কয়েকশ কোটি টাকা হাতিয়ে নিয়েছে আমদানিকারকরা। আমদানি পর্যায়ে প্রতিকেজি খেজুর মাত্র ৮০ থেকে ১০০ টাকা হলেও ভোক্তা পর্যায়ে তা বিক্রি করা হচ্ছে ৫০০ থেকে ১ হাজার ৫০০ টাকা পর্যন্ত। অথচ কাস্টমসের কাছে খেজুর হিসাবে শুল্কায়ন হলেও বাজারে নানা নামে ভাগ করে বাড়ানো হয়েছে দাম। চট্টগ্রাম জেলা প্রশাসনের অনুসন্ধানে বের হয়ে এসেছে খেজুর নিয়ে কারসাজির এমন তথ্য।

চট্টগ্রাম নগরীর স্টেশন রোড এলাকার ফলমণ্ডির সব কটি দোকান-ব্যবসাপ্রতিষ্ঠান ও গুদাম এখন খেজুরে পরিপূর্ণ। কার্টনের স্তূপ জমে আছে দোকানগুলোর সামনে। ছোট ছোট পিকআপে করে আনা হচ্ছে আমদানি করা কয়েকশ মেট্রিক টন খেজুর। বাজারে খেজুরের কোনো রকম ঘাটতি না থাকলেও দাম বিগত বছরের তুলনায় কয়েকগুণ বেশি।

ক্রেতারা বলছেন, গত বছর যেসব খেজুর ৩০০ থেকে ৩৫০ টাকায় পাওয়া যেত, সেগুলো এখন কিনতে হচ্ছে ৫০০ থেকে ৬০০ টাকায়।

আর চট্টগ্রাম ফলমণ্ডির মেসার্স তুহিন এন্টারপ্রাইজের মালিক মো. জাহাঙ্গীর বলেন, ডলার সংকটের কারণে এখন সব জিনিসের দাম বাড়তি। ফলে খেজুরের দাম তুলনামূলক বেশি। এতে বিক্রেতাদের কিছু করার নেই।

চট্টগ্রাম কাস্টম হাউসের তথ্যানুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত আট মাসে বাংলাদেশে আমদানি হয়েছে ৫০ হাজার ২৫৭ মেট্রিক টন খেজুর। আর দাম হিসাবে উল্লেখ করা হয়েছে ৪৭৭ কোটি টাকা। এর মধ্যে ফেব্রুয়ারি মাসেই রেকর্ড ১৫৪ কোটি টাকা মূল্যের ১৮ হাজার ৮৭১ মেট্রিক টন খেজুর আমদানি হয়েছে বাংলাদেশে।

মূলত দেশে রমজান উপলক্ষে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে অন্তত ২৬ ধরনের খেজুর আমদানি করা হয়। এর মধ্যে ১৪ ধরনের খেজুর মানসম্মত হিসেবে ধরা হয়। তবে এসব খেজুরের দাম এখন লাগামছাড়া। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে দাম।

এদিকে এক সপ্তাহের বেশি সময় ধরে আমদানি থেকে শুরু করে খেজুরের ভোক্তা পর্যায়ে পৌঁছানো পর্যন্ত কারসাজি অনুসন্ধান করেছে চট্টগ্রামের জেলা প্রশাসন। কারসাজির মাধ্যমে আমদানিকারক থেকে শুরু করে মধ্যস্বত্বভোগীরা এই খেজুরের বাজার থেকে কয়েকশ কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে তথ্য পেয়েছে অনুসন্ধানকারী দল। শুধু ঢাকা ও চট্টগ্রামের চারজন আমদানিকারকই আমদানি করেছেন ২২ হাজার মেট্রিক টন খেজুর।
এই বিভাগের আরও খবর
এস আলমের শেয়ার বিক্রি করে ১০ হাজার কোটি টাকা আদায় করা হবে: ইসলামী ব্যাংকের চেয়ারম্যান

এস আলমের শেয়ার বিক্রি করে ১০ হাজার কোটি টাকা আদায় করা হবে: ইসলামী ব্যাংকের চেয়ারম্যান

প্রথমআলো
ব্যাংকের ওপর আস্থা কমায় টাকা না রেখে সঞ্চয়পত্র কিনছে মানুষ

ব্যাংকের ওপর আস্থা কমায় টাকা না রেখে সঞ্চয়পত্র কিনছে মানুষ

কালের কণ্ঠ
বিদ্যুৎ নিয়ে আদানির সাথে হওয়া চুক্তি বাতিল চেয়ে হাইকোর্টে রিট

বিদ্যুৎ নিয়ে আদানির সাথে হওয়া চুক্তি বাতিল চেয়ে হাইকোর্টে রিট

নয়া দিগন্ত
প্রাইম ব্যাংক ও সেবা ডট এক্সওয়াইজেডের মধ্যে চুক্তি সই

প্রাইম ব্যাংক ও সেবা ডট এক্সওয়াইজেডের মধ্যে চুক্তি সই

বাংলা ট্রিবিউন
ভারত থেকে চাল আমদানি শুরু

ভারত থেকে চাল আমদানি শুরু

বাংলা ট্রিবিউন
ভারতে বাড়ছে পেঁয়াজের দাম, কেজি উঠেছে ৭০–৮০ রুপিতে

ভারতে বাড়ছে পেঁয়াজের দাম, কেজি উঠেছে ৭০–৮০ রুপিতে

প্রথমআলো
ট্রেন্ডিং
  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও সিন্ডিকেটের বিরুদ্ধে 'বস্তায় বস্তায় ঘুষ' নেওয়ার অভিযোগ: দুদকের অনুসন্ধান শুরু

  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া