আইন অনুযায়ী আদালতের অনুমতি ছাড়া ব্যাংক হিসাব জব্দ (অবরুদ্ধকরণ) বা সম্পত্তি অ্যাটাচমেন্ট (ক্রোক) বা সম্পত্তিতে বিধিনিষেধ আরোপের আদেশ দেয়ার ক্ষমতা দুর্নীতি দমন কমিশনের (দুদক) নেই বলে হাইকোর্টের এক রায়ের পর্যবেক্ষণে উঠে এসেছে। রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি গতকাল সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত ২৭ জুন ওই রায় দেন।
কক্সবাজারের এক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ করতে দুদকের তদন্ত কর্মকর্তার দেয়া নির্দেশ আইনগত কর্তৃত্ব-বহির্ভূতও বলেও হাইকোর্টের দেয়া পূর্ণাঙ্গ রায়ে বলা হয়েছে। রায়ে ২০০৭ সালের দুর্নীতি দমন কমিশন বিধিমালার ১৮ বিধি তুলে ধরে বলা হয়, সন্দেহভাজন ব্যক্তির বেআইনি পন্থায় অর্জিত ব্যাংক হিসাব অবরুদ্ধকরণ বা সম্পত্তি অ্যাটাচমেন্ট করার প্রক্রিয়া সম্পর্কে বিধিতে পরিষ্কারভাবে বলা হয়েছে। ২০০৭ সালে বিধিতে অপরাধলব্ধ সম্পত্তি জব্দ বা ক্রোক কিংবা অন্য কোনো বিধিনিষেধ আরোপ করার ক্ষমতা অনুসন্ধান বা তদন্তকারী কোনো কর্মকর্তা বা দুদকের অন্য কোনো কর্মকর্তাকে দেয়া হয়নি।
‘বেলায়েত হোসেন বনাম দুর্নীতি দমন কমিশন ও অন্যান্য’ শীর্ষক মামলার আট পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়ে বলা হয়, কোনো সম্পত্তি অবরুদ্ধ করার আগে দুদককে প্রাথমিকভাবে নিশ্চিত হতে হবে যে ওই সম্পদ অবৈধ উপায়ে অর্জন করা হয়েছে। তারপর কমিশনের অনুমোদন সাপেক্ষে তাদের নিজস্ব কর্মকর্তা সিনিয়র স্পেশাল জজ বা ট্রায়াল জজ আদালতে সম্পদ অবরুদ্ধ (ফ্রিজ) বা ক্রোক করার জন্য মামলা করতে পারবেন।
রায়ের পর্যবেক্ষণে আরো বলা হয়েছে, দুদক অনুমোদিত কর্মকর্তাকে পর্যাপ্ত তথ্য-উপাত্তসহ কারণ উল্লেখ করে সংশ্লিষ্ট আদালতে সম্পত্তি অবরুদ্ধ বা ক্রোক করার জন্য আবেদন করতে হবে। সবশেষে আদালত সংশ্লিষ্ট ব্যক্তির অপরাধলব্ধ অর্জিত সম্পত্তির ব্যাপারে আপাতদৃষ্টে সন্তুষ্ট হয়ে সম্পত্তি অবরুদ্ধ বা ক্রোক করার আদেশ দিতে পারেন।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়