শেয়ারবাজারে আগামীকাল মঙ্গলবার লেনদেন শুরু হবে বেস্ট হোল্ডিংসের। আজ সোমবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। বেস্ট হোল্ডিংস হচ্ছে রাজধানীর তারকা হোটেল লা মেরিডিয়ানের মালিকানা প্রতিষ্ঠান।
ডিএসই জানিয়েছে, আগামীকাল নতুন তালিকাভুক্ত কোম্পানি হিসেবে ‘এন’ শ্রেণিভুক্ত হয়ে কোম্পানিটির লেনদেন শুরু হবে। এরই মধ্যে কোম্পানিটি প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও শেয়ার বিনিয়োগকারীদের বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাবে পাঠিয়েছে। দেশে বসবাসকারী যেসব বিনিয়োগকারী কোম্পানিটির আইপিও শেয়ারের জন্য ১০ হাজার টাকার আবেদন করেছেন, তাঁরা পেয়েছেন ৮৬টি করে শেয়ার। আর প্রবাসী বাংলাদেশি আবেদনকারীরা প্রতি ১০ হাজার টাকার আবেদনের বিপরীতে পেয়েছেন ১০১টি করে শেয়ার। কোম্পানিটির আইপিওতে পৌনে চার গুণের বেশি আবেদন জমা পড়েছে। এ কারণে বিনিয়োগকারীরা যে শেয়ারের আবেদন করেছিলেন, তার চেয়ে অনেক কম শেয়ার বরাদ্দ পেয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আইপিওতে কোম্পানিটির ৩৫০ কোটি টাকার শেয়ারের বিপরীতে ১ হাজার ৩২১ কোটি ২১ লাখ টাকার বেশি আবেদন পড়ে। অর্থাৎ একটি শেয়ারের বিপরীতে ৩ দশমিক ৭৭ গুণ বেশি আবেদন পড়েছে। ফলে দেশে বসবাসকারী বিনিয়োগকারীদের মধ্যে যাঁরা এক লাখ টাকার সমমূল্যের শেয়ারের জন্য আবেদন করেছিলেন, তাঁরা পেয়েছেন ৮৬০টি শেয়ার। বেস্ট হোল্ডিংস সব মিলিয়ে শেয়ারবাজার থেকে ৩৫০ কোটি টাকা সংগ্রহের উদ্যোগ নেয়। এর মধ্যে ৯৩ কোটি টাকা সংগ্রহ করা হয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছ থেকে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা প্রতিটি শেয়ার কিনেছেন ৩৫ টাকায়। এ ছাড়া ৬৬ কোটি টাকার শেয়ার বরাদ্দ রাখা হয় কোম্পানিটির কর্মকর্তা-কর্মচারীদের জন্য। কিন্তু শেষ পর্যন্ত কোম্পানির কর্মকর্তা-কর্মচারীরা তাঁদের জন্য বরাদ্দ করা শেয়ারের আবেদন করেননি। ফলে নিয়ম অনুযায়ী, কর্মকর্তা-কর্মচারীদের জন্য বরাদ্দকৃত শেয়ার আইপিওতে যুক্ত করা হয়। ফলে আইপিওর মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে প্রায় ২৫৬ কোটি টাকা সংগ্রহ করেছে কোম্পানিটি।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়