কুমিল্লায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ শুরু হয়েছে। শনিবার (২৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে কোরআন, গীতা ও ত্রিপিটক পাঠের মাধ্যমে সমাবেশ শুরু হয়।
পরে বিএনপির দলীয় সংগীত পরিবেশন করেন এস এম মিজানসহ জাসাস নেতৃবৃন্দ। দলীয় সংগীতের পর বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ‘কারার ঐ লৌহ কপাট’ গানটি বাজানো হয়। এরপরই কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়ার উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেওয়া শুরু করেন। দুপুর ২টায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমাবেশস্থলে আসার কথা রয়েছ।
মঞ্চে উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আমিন-উর-রশিদ ইয়াছিন, সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) মোস্তাক মিয়া প্রমুখ।
বিএনপির নেতাকর্মীদের পদচারণা ও স্লোগানে মুখর হয়ে উঠেছে কুমিল্লা শহর। সকাল থেকে নগরীর প্রবেশপথ টমিছম ব্রিজ, শাসনগাছা ও রাজগঞ্জ সড়কে হাজার হাজার নেতাকর্মী জড়ো হচ্ছেন। খণ্ড খণ্ড মিছিল নিয়ে স্লোগান দিয়ে টাউন হল মাঠে ঢুকছেন তারা।
কুমিল্লার বরুড়া আসনের সাবেক সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন বলেন, ‘কর্মীদের নিয়ে গণতন্ত্রের মায়ের মুক্তির দাবিতে এসেছি। গণতন্ত্রের নেতাদের ডাকে সাঁড়া দিতে আমরা প্রস্তুত।’
এদিকে সমাবেশস্থলের তিন কিলোমিটার জুড়ে মাইক বাজছে। নেতাকর্মীরা যারা টাউন হল মাঠে জায়গা না পেয়ে বাইরে অবস্থান করবেন, তাদের শোনার জন্য এই ব্যবস্থা করা হয়েছে। তবে শব্দ যেন মানুষের ক্ষতি না করে সেদিকে লক্ষ্য রেখে ভালো ও নিয়মতান্ত্রিক সাউন্ড সিস্টেম ব্যবহারের কথা জানিয়েছে বিএনপি নেতারা।
সরেজমিন দেখা গেছে, সভাস্থল থেকে শুরু করে রাজগঞ্জ এলাকা, টমছমব্রিজ এলাকা, পুলিশ লাইন্স, রাণীর বাজার জিলা স্কুল গেট ও রাণীর দিঘির পাড় পর্যন্ত সড়কের পাশ ঘেঁষে এসব মাইক টানানো হয়েছে।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়