প্রধান শিক্ষকের ওপর ওয়ার্ড কাউন্সিলরের হামলার প্রতিবাদে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৩১ মার্চ) ১১টার দিকে ঘণ্টাব্যাপী কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কে অবস্থান নিয়ে প্রতিবাদ জানায় তারা।
এর আগে সকাল ১০টার দিকে কুষ্টিয়া শহরের লাহিনী বটতলা এলাকার লাহিনী মাধ্যমিক বিদ্যালয়ের অফিস কক্ষে প্রধান শিক্ষক নজরুল ইসলামের ওপর হামলা চালায় পৌরসভার ২১নং ওয়ার্ড কাউন্সিলর আসাদুর রহমান আশা ও তার অনুসারীরা।
এ ঘটনায় হামলাকারী কাউন্সিলর আশাসহ তার সহযোগীদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবিতে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসীরা।
প্রায় ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করার পর প্রশাসন ২৪ ঘণ্টার মধ্যে অপরাধীদের গ্রেফতারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা বিদ্যালয়ে ফিরে আসেন।
আহত প্রধান শিক্ষক নজরুল ইসলাম জানান, বিদ্যালয়ের আঙিনার মধ্যে কাউন্সিলর আশা ইট, বালি, খোয়া রেখে দীর্ঘদিন ধরে নোংরা করে রেখেছে। পাশেই সিডিসির রাস্তা নির্মাণ করা হচ্ছে। বিদ্যালয় থেকে ক্লাস চলাকালীন সময়ে জোরপূর্বক কাউন্সিলর আশা রাস্তার কাজের জন্য পাইপে করে পানি ও বিদ্যালয়ের বিদ্যুৎ ব্যবহার করছিল। এসব বিষয় নিষেধ করলে কাউন্সিলর আশাসহ কয়েকজন এসে বিদ্যালয়ের অফিস কক্ষের আসবাবপত্র ভাঙচুর করে এবং হামলা চালিয়ে আমাকে আহত করে। পরে হামলাকারীদের বিচার ও গ্রেফতারের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মতিয়ার রহমান মজনু জানান, কারো অনুমতি না নিয়ে কাউন্সিলর আশা বিদ্যালয়ের মধ্যে সিডিসির রাস্তা নির্মাণের সামগ্রী রেখে পরিবেশ নষ্ট করেছে। ক্লাস চলাকালীন সময়ে খোয়া ভাঙ্গা, বালু ফেলাসহ শব্দদূষণ হওয়ায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিষেধ করেন। এদিকে ওই কাউন্সিলর লোকজন নিয়ে তার ওপরে হামলা চালায়। অফিস কক্ষের আসবাবপত্র ভাঙচুর করে। এটা একটি জঘন্যতম অপরাধ।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়