সঞ্জয় লীলা বানসালির ‘গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি’ ছবিকে ঘিরে উত্তেজনার পারদ ক্রমেই বেড়ে চলেছে। ‘গাঙ্গুবাই’রূপী আলিয়া ভাট আবার নিজেকে সু–অভিনেত্রী হিসেবে প্রমাণ করেছেন। আর ছবির ট্রেলারে কিছু ঝলকে আলিয়া বুঝিয়ে দিয়েছেন, তিনি বানসালির সঠিক নির্বাচন। এই ছবির অন্য সব চরিত্রই ইতিমধ্যে আলোচনায় উঠে এসেছে। এর পাশাপাশি ফাঁস হয়েছে ‘গাঙ্গুবাঈ কাঠিয়াবাড়ি’ ছবির জন্য কোন তারকা কত রুপি নিয়েছেন। একনজরে তা দেখে নেওয়া যাক।
আলিয়া ভাট
সারা ছবিতে আলিয়ার দাপট দেখা যাবে। আর হবে না-ই বা কেন, তাঁকে ঘিরেই তো সিনেমাটা। মুম্বাইয়ের অখ্যাত গলির কুখ্যাত মহিলা ডন ছিলেন গাঙ্গুবাই। মুম্বাইয়ে তখন সবার রাতে ঘুম কেড়ে নেওয়ার জন্য ‘গাঙ্গুবাই’ নামটা যথেষ্ট ছিল। ত্রাস সৃষ্টিকারী এই মহিলা ডন যৌনকর্মী হিসেবে জীবন শুরু করেছিলেন। অনেকের মতে আলিয়া তাঁর ক্যারিয়ারের সেরা কাজটি করেছেন এই ছবিতে। আর তার জন্য বড় পারিশ্রমিক হাঁকিয়েছিলেন তিনি। খবর যে আলিয়া ‘গাঙ্গুবাঈ’-এর মতো চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয়ের জন্য ২০ কোটি রুপি নিয়েছেন।
অজয় দেবগন
‘গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি’ ছবিতে বলিউড সুপারস্টার অজয় দেবগনকে ক্যামিও হিসেবে দেখা যাবে। পর্দায় অজয়ের উপস্থিতি স্বল্প হলেও তাঁর অভিনীত চরিত্রটির গুরুত্ব অনেকখানি। বানসালির এই ছবিতে তাঁকে ‘নবাবি’ চেহারায় দেখা যাবে। অজয় এই ছবির জন্য ১১ কোটি নিয়েছেন বলে খবর।
বিজয় রাজ
অভিনয়শিল্পী বিজয় রাজকে ‘গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি’ ছবিতে এক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। তিনি এই ছবিতে ‘রজিয়া বাই’-এর ভূমিকায় আছেন। ট্রেলারেই বিজয় রাজ সবাইকে চমকে দিয়েছেন। তিনি এই ছবির জন্য দেড় কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন।
সীমা পাহওয়া
সীমা পাহওয়া এর আগে একাধিক ছবিতে নিজের দাপট দেখিয়েছেন। বানসালির এই ছবিতে আবার তাঁর দাপট দেখা যাবে। ‘গাঙ্গুবাঈ কাঠিয়াবাড়ি’ ছবিতে সীমাকে এক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। এই চরিত্রে অভিনয়ের জন্য তিনি নিয়েছেন ২০ লাখ রুপি।
শান্তনু মাহেশ্বরী
অভিনেতা শান্তনু মাহেশ্বরীর ‘গাঙ্গুবাঈ কাঠিয়াবাড়ি’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হতে চলেছে। তাঁর অভিনীত চরিত্রটি এই ছবির জন্য গুরুত্বপূর্ণ। নবাগত এই অভিনেতা বানসালির ছবিতে কাজ করার জন্য ৫০ লাখ নিয়েছেন বলে খবর।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়