কারামুক্তির পর মানসিকভাবে বিপর্যস্ত পরী মনি। মন ভালো নেই। বাঁচার আশাই যেন হারিয়ে ফেলেছেন। এর মধ্যে তিনি ফেসবুকে শেয়ার করেন দুই বাংলার জনপ্রিয় শিল্পী নচিকেতা চক্রবর্তীর একটি গান।
সোমবার (৬ সেপ্টেম্বর) নায়িকা ফেসবুকে গায়কের ২০১৭ সালের গান এত সাহস কার ভাগ করে নিয়েছেন। যে গানের প্রতিটি পংক্তি যেন পরী মনির কথা বলে। খবর আনন্দবাজার পত্রিকার।
এ নিয়ে আবার নচিকেতা বলেছেন, আমার ব্যক্তিগত ভাবে পরী মনিকে ভালো লাগে। ভীষণ সাহসী। যেটা বলা উচিত সেটা সবার সামনে বলার ক্ষমতা রাখেন। তার দেশের পুঁজিবাদের বিরুদ্ধে মুখ খুলেছেন অভিনেত্রী। যা খুব সহজ নয়। যা করছেন বেশ করছেন তিনি।
ঢাকা বোটিং ক্লাবে গিয়ে ক্ষমতাশালী ব্যবসায়ীর কু-দৃষ্টির শিকার হওয়া। তার বিরুদ্ধে মুখ খুলে হত্যার হুমকি পাওয়া। তার পরেই মাদক মামলায় ২৭ দিনের কারাবাস মানসিক দিক থেকে বিধ্বস্ত করে দিয়েছে পরী মনিকে। তবুও তিনি লড়ছেন। তার সেই লড়াইয়ের নেপথ্য শক্তি, দাদু শামসুল হক গাজির লেখা একটি চিঠি এবং নচিকেতার গান। যে গানে শিল্পী বলেছেন, তোমার মন খারাপের কারণটা কে, এত সাহস কার? তাকে আকাশ থেকে এই মাটিতে নামানো দরকার।
ইতিমধ্যেই পরী মনির এই পোস্ট দেখেছেন হাজার হাজার নেটাগরিক। সেই প্রসঙ্গে নচিকেতার বক্তব্য, আমি জানি পরী মনি আমার গান শোনেন। পছন্দও করেন। আমি ওর অনুপ্রেরণা জেনে ভাল লাগছে। পাশাপাশি তিনি এও বলেন, সবার বোঝা উচিত, অভিনেত্রীরও ‘না’ বলার অধিকার আছে। সেই ‘না’ উচ্চারণ করেই তিনি আজ এত বিপাকে। এটা ওর দোষ নয়। সমাজের দোষ। একই সঙ্গে তিনি দুষেছেন গণমাধ্যমকেও। অভিযোগ, সমাজের মতোই এক চক্ষু সংবাদমাধ্যমও। কেচ্ছার গন্ধ পেয়ে নড়ে বসেছে। অভিনেত্রীর হয়ে ক’জন মুখ খুলছে? নচিকেতার আরও আক্ষেপ, সমাজের এই ধারা সব জায়গাতেই সমান। শুধু বাংলাদেশ নয়, ভারতের ছবিও এক। নইলে নুসরাত জাহানকে নিয়ে এত বিতর্ক তৈরি হত না।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়