কোহলিকে সিংহাসনচ্যুত করেই দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাবরের

বিরাট কোহলিকে সিংহাসনচ্যুত করার পরই রেকর্ডবুকে নাম তুললেন বাবর আজম। সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে গতকাল বুধবার (১৪ এপ্রিল) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ঝেড়ো সেঞ্চুরি করে দলকে জেতালেন পাকিস্তানি অধিনায়ক। প্রোটিয়াদের বিরুদ্ধে চার ম্যাচের সিরিজে ২-১ এগিয়ে গেল পাকিস্তান।

দীর্ঘদিন শীর্ষস্থানে থাকা ভারত অধিনায়ককে পিছনে ফেলে বুধবার আইসিসি ওয়ানডে ব়্যাংকিংয়ে এক নম্বরে উঠে আসন বাবর। ২৬ বছর বয়সী পাকিস্তানি এই ব্যাটসম্যান চতুর্থ পাকিস্তানি হিসেবে এই নজির গড়েন। এর কয়েক ঘণ্টার মধ্যেই ফের রেকর্ড গড়লেন বাবর।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ৪৯ বলে সেঞ্চুরি করেন পাকিস্তানি অধিনায়ক। পাকিস্তানিদের মধ্যেই টি-টোয়েন্টি ক্রিকেটে এটাই দ্রুততম সেঞ্চুরি। এর আগে পাকিস্তানি ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি ছিল আহমেদ শেহজাদের। ৫৮ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি।
দ্রুততম সেঞ্চুরিই নয়, আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে পাকিস্তানের মধ্যে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরের রেকর্ডও ভাঙেন বাবর। এদিন, ৫৯ বলে ১২২ রানে অপরাজিত থেকে দলকে জেতানোর পাশাপাশি শেহজাদের ব্যক্তিগত সর্বোচ্চ ১১১ রানের রেকর্ড ভাঙেন পাক অধিনায়ক। এতদিন শেহজাদের ১১১ রান ছিল টি-টোয়েন্টি ক্রিকেটে পাকিস্তানিদের মধ্যে ব্যক্তিগত সর্বোচ্চ।

সম্প্রতি স্বপ্নের ফর্মে রয়েছেন বাবর। তার নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা সফরে দারুণ খেলছে পাকিস্তান। প্রোটিয়াদের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ জেতার পর টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে গেল পাকিস্তান। আগামী শুক্রবার শেষ ম্যাচ হারলেও সিরিজ খোয়াবে না পাকিস্তান।

তৃতীয় ম্যাচে ২০৩ রান তাড়া করে সহজ জয় পায় পাকিস্তান। ক্যাপ্টেন বাবরের দুরন্ত সেঞ্চুরি এবং মোহম্মদ রিজওয়ানের ৪৭ বলে ৭৩ রানের সুবাদে দুই ওভারে বাকি থাকতে ম্যাচ জিতে নেয় পাকিস্তান। বড় রান তাড়া করতে নেমে ওপেনিং জুটিতে বাবর ও রিজওয়ান ১৯৭ রান যোগ করে দলকে জয়ের দোরগোরায় পৌঁছ দেন। ১২২ রানে বাবর আউট হলেও ৭৩ রানে অপরাজিত থাকেন রিজওয়ান
এই বিভাগের আরও খবর
অ্যান্টিগার ‘সেই বিভীষিকা’ মাথায় নিয়ে খেলতে নামছে টাইগাররা

অ্যান্টিগার ‘সেই বিভীষিকা’ মাথায় নিয়ে খেলতে নামছে টাইগাররা

জাগোনিউজ২৪
মার্তিনেজের গোলে জয়ে ফিরল আর্জেন্টিনা

মার্তিনেজের গোলে জয়ে ফিরল আর্জেন্টিনা

দৈনিক ইত্তেফাক
তীরের গোলে তরী পার স্পেনের

তীরের গোলে তরী পার স্পেনের

ভোরের কাগজ
অ্যান্টিগায় প্রস্তুতি ম্যাচে হ্যাটট্রিক করে আলোচনায় হাসান মুরাদ

অ্যান্টিগায় প্রস্তুতি ম্যাচে হ্যাটট্রিক করে আলোচনায় হাসান মুরাদ

বণিক বার্তা
সীমিত সংস্করণে ফুল এনার্জি দিতেই টেস্টকে বিদায় ইমরুলের

সীমিত সংস্করণে ফুল এনার্জি দিতেই টেস্টকে বিদায় ইমরুলের

কালের কণ্ঠ
বিসিবি এখন জোড়াতালি দিয়ে চলছে : ক্রীড়া উপদেষ্টা

বিসিবি এখন জোড়াতালি দিয়ে চলছে : ক্রীড়া উপদেষ্টা

জনকণ্ঠ
ট্রেন্ডিং
  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও সিন্ডিকেটের বিরুদ্ধে 'বস্তায় বস্তায় ঘুষ' নেওয়ার অভিযোগ: দুদকের অনুসন্ধান শুরু

  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া