দ্বিতীয় একদিনের ম্যাচে ভারতকে ৬ উইকেটে হারিয়ে জয় পেল ইংল্যান্ড। টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠান জস বাটলার। প্রথম থেকে মন্থর গতিতে খেলা শুরু করেন ভারতের দুই ওপেনার। তবে শিখর ধওয়ান ৪ রান করে ফেরেন টপলের বলে বেন স্টোকসের হাতে ক্যাচ দিয়ে।
রোহিত শর্মা ২৫ বলে ২৫ রান করে আউট হন স্যাম কারেনের বলে রশিদের হাতে ক্যাচ দিয়ে। বিরাট কোহলি এবং কে এল রাহুল এরপর ইনিংস সামাল দেন। ৭৯ বলে ৬৬ করেন বিরাট। রাহুল ১১৪ বলে করেন ১০৮ রান। ৪০ বলে ৭৭ রানের ঝড়ো ইনিংস খেলেন ঋষভ পন্থ। শেষ দিকে হার্দিক পান্ডে ও ক্রুণাল পান্ডের ব্যাটে ভর করে ৩৩৬ রান তোলে ভারত।
ব্যাট করতে নেমে শুরু থেকেই ভারতীয় বোলারদের বল মাঠের বাইরে পাঠাতে থাকেন দুই ইংরেজ ওপেনার জেসন রয় ও জনি বেয়ারস্টো। ৫২ বলে ৫৫ রান করে আউট হন রয়। বেয়ারস্টো করেন ১১২ বলে ১২৪ রান। স্টোকস মাত্র ৫২ বলে ৯৯ রান করে আউট হন। অভিষেক করা লিভিংস্টোন অপরাজিত থাকেন ২১ বলে ২৭ রান করে। অধিনায়ক বাটলার যদিও খাতা খুলতেই পারেননি।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়