এনসিবির মাদক মামলার স্মৃতি অতীতে ছুঁড়ে ফেলে আবারো আরিয়ান খানকে পার্টি মুডে দেখা গেছে। এর আগে চলতি বছর জুলাইয়ে এক নাইট ক্লাবে পার্টি করতে দেখা গেছিল শাহরুখ পুত্রকে। এবার আগস্টে ক্যাটরিনা কাইফের বোনের সঙ্গে উল্লাসে মেতে উঠলেন তিনি।
শ্রুতি চৌহান নামের একটি ইন্সটাগ্রাম প্রোফাইল থেকে আরিয়ান ও ক্যাটরিনা কাইফের বোন ইজাবেলে কাইফের ছবি পোস্ট করা হয়। আদতে শ্রুতিরই জন্মদিনের পার্টিতে গেছিলেন দুজন। সেখানেই ক্যামেরার সামনে পোজ দেন। আর সেই ছবি ছড়িয়ে পড়তেই তোলপাড় সোশ্যাল মিডিয়া। কেউ কেউ আবার আরিয়ানের সঙ্গে ইজাবেলের নৈকট্যের প্রসঙ্গও তুলছেন। অবশ্য আরিয়ান-ইজাবেল এক ফ্রেমে ধরা দেননি। শ্রুতির সঙ্গেই তাদের ছবি রয়েছে। খবর সংবাদ প্রতিদিনের।
গত বছর অক্টোবর মাসে মাদকচক্রে আরিয়ানের নাম জড়িয়েছিল। বিলাসবহুল কর্ডেলিয়া ক্রুজে পার্টি করতে গিয়েই মাদক মামলায় ফাঁসেন আরিয়ান। শাহরুখ পুত্র এবং তার সঙ্গীদের ক্রুজ থেকে আটক করা হয়েছিল। পরে গ্রেপ্তার করা হয় আরিয়ানকে। প্রায় ২৬ দিন হাজতে থাকতে হয়েছে তাকে। ছেলের এই অবস্থায় স্বাভাবিকভাবে ভেঙে পড়েছিলেন শাহরুখ। শুটিংয়ের সব কাজ বাতিল করে ছেলের জামিনের জন্য মরিয়া হয়ে ওঠেন তিনি।
শেষে মুম্বাই হাইকোর্ট শাহরুখের জামিন মঞ্জুর করে। চলতি বছরের মে মাসে আরিয়ানকে ক্লিঞ্চিট দেয় এনসিবি। সংস্থাটি জানায়, শাহরুখ পুত্র আরিয়ানের বিরুদ্ধে কোনো ধরনের প্রমাণ পাওয়া যায়নি। এরপরই নিজের পাসপোর্ট ফেরত চেয়ে আদালতের দ্বারস্থ হন আরিয়ান।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়