খাদ্য আমদানিতে কর সংক্রান্ত জটিলতা নিরসনের নির্দেশ

খাদ্য আমদানির ক্ষেত্রে সব ধরনের পার্শ্ব কর বাতিল করার উদ্যোগ নেওয়া হয়েছে। যেটুকু না দিলেই নয়, সেটুকু রেখে বাকি সব ধরনের কর বাতিল করে খাদ্য আমদানিকারকদের স্বস্তি দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী বছর সম্ভাব্য খাদ্যসংকট মোকাবিলায় খাদ্য আমদানিকে উৎসাহিত করতেই সরকার এ বিষয়ে করণীয় নির্ধারণে জাতীয় রাজস্ব বোর্ডকে নির্দেশ দিচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে বিষয়টি তদারকি করছেন। মন্ত্রিসভা বৈঠক সূত্রে এসব তথ্য জানা গেছে।

সোমবার (১৪ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠক শেষে মন্ত্রিসভার একজন জ্যেষ্ঠ সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, আগামী এক বছরের জন্য বেসরকারি উদ্যোগে ১৫ লাখ টন চাল আমদানির লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। চাল আমদানির ক্ষেত্রে ৬২ শতাংশ শুল্ক দুই ধাপে কমিয়ে ১০ শতাংশ করার পরও আমদানিকারকরা চাল আমদানিতে উৎসাহ দেখাচ্ছেন না। এমন পরিস্থিতি চলতে থাকলে খাদ্য আমদানির লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার আশঙ্কা করছে সরকার। এ কারণেই খাদ্য আমদানির ক্ষেত্রে সব জটিলতা নিরসনের উদ্যোগ নেওয়া হয়েছে।

আমদানিকারকদের ভাষ্যমতে, চালসহ খাদ্য আমদানির ক্ষেত্রে বিদ্যমান করের আড়ালে কিছু অদৃশ্য কর রয়ে গেছে। উৎসে কর, আবার অ্যাডভান্স করের ঝামেলাও রয়েছে। এসব ঝামেলা উপেক্ষা করে চাল আমদানি করলে লোকসানের আশঙ্কা করছেন তারা। এসব কারণেই এখন পর্যন্ত তিন লাখ টন চালের বেশি আমদানি করা সম্ভব হয়নি। বেশি শুল্ক দিয়ে চাল আমদানি করলে লোকসানের সম্মুখীন হতে পারেন— এমন আশঙ্কায় আমদানিকারকরা অনুমতি পাওয়ার পরও চাল আমদানি করছেন না। সে ক্ষেত্রে সোমবারের মন্ত্রিসভার বৈঠকে আমদানিকারকদের সব ধরনের কর-সংক্রান্ত জটিলতা কাটাতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসব তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

বৈঠকে ব্রিটেনের ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনের আলোক জানানো হয়েছে, তিনটি কারণে বিশ্বে ২০২৩ একটা সংকটের বছর হওয়ার আশঙ্কা রয়েছে। ফেডারেল রিজার্ভ যেহেতু রেট অব ইন্টারেস্ট বৃদ্ধি করেছে, এটা একটা। দ্বিতীয়ত, কোভিড-পরবর্তী অর্থনীতি গুছিয়ে ওঠার আগেই রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, যা উন্নতিটাকে আবার নেগেটিভের দিকে নিয়ে চলে যাচ্ছে। আর তিন নম্বর কারণ হিসেবে তারা বলছে, চীন উল্লেখযোগ্য হারে তাদের উৎপাদন কম করছে; যেটা বিশ্ববাজারকে প্রভাবিত করছে। এই তিন কারণে ২০২৩ একটি সংকটের বছর হওয়ার আশঙ্কা আছে। সবাইকে সে অনুযায়ী প্রস্তুত থাকতে হবে। আর এ জন্যই খাদ্য মজুতের দিকে সরকারের নজর সবচেয়ে বেশি।

জানা গেছে, সরকার যেকোনও কিছুর বিনিময়ে সব সময় খাদ্য মজুত পরিস্থিতিকে একটি স্বস্তির জায়গায় রাখতে চায়। যদিও বর্তমানে খাদ্য মজুত পরিস্থিতি স্বস্তিদায়ক। প্রাইভেট সেক্টরেও অনেক খাদ্য আমদানি করার অনুমতি দেওয়া হয়েছে, প্রায় ১৫ লাখ মেট্রিক টন। যারা সাপ্লিমেন্টারি চাল, তেল বা মসলা রপ্তানি করে, তাদের সঙ্গে সরাসরি দেশীয় আমদানিকারকদের যোগাযোগ করিয়ে দিয়ে সরাসরি আমদানি করা যায় কি না, সেটাও বিবেচনা করা হচ্ছে। সরাসরি গেলে সহনীয় দামে পাওয়া যাবে।

মন্ত্রিপরিষদের সভায় খাদ্য আমদানির ক্ষেত্রে ট্যাক্স কমফোর্টের বিষয়ে খাদ্যমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, বিদ্যুৎ প্রতিমন্ত্রী বিস্তারিত আলোচনা করেছেন। উৎসে কর-সংক্রান্ত কিছু বিষয় আছে, এটা দিতে হয়। এনবিআরকে বলা হয়েছে, আলাপ-আলোচনা করে দ্রুত যেন তারা একটি সন্তোষজনক প্রোভিশনের মধ্যে যায়। যাতে দেশীয় খাদ্য আমদানিকারকরা স্বস্তিবোধ করেন।

জানা গেছে, ২০২০-২১ অর্থবছরে দেশে খাদ্য মজুতের পরিমাণ ছিল ১৪ লাখ ৪১ মেট্রিক টন। সেখানে ২০২১-২২ অর্থবছরের ৩০ জুন দেশে খাদ্য মজুতের পরিমাণ ১৬ লাখ মেট্রিক টন, যা খুবই স্বস্তিদায়ক বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

এদিকে সোমবারের মন্ত্রিসভার বৈঠকে খাদ্য মজুত বাড়াতে আমদানির বিষয়টি ছাড়াও আরও কয়েকটি পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ২০২৩ সালের সম্ভাব্য সংকট কাটিয়ে বাংলাদেশকে একটি নিরাপদ স্থানে রাখতে আরও কয়েকটি পরামর্শ দিয়েছেন। সেগুলো হচ্ছে— খাদ্য উৎপাদন বাড়াতে হবে। খাদ্য আমদানির পরেও হয়তো সংকট থাকবে। কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদে বেশ কিছু নতুন জাত এসেছে। এগুলো ইতোমধ্যে পরীক্ষিত। এগুলো ধীরে ধীরে রিপ্লেস করলে আগামী এক থেকে তিন বছরের মধ্যে ইনশা আল্লাহ উৎপাদন দ্বিগুণের কাছাকাছি চলে যাবে।
এই বিভাগের আরও খবর
এস আলমের শেয়ার বিক্রি করে ১০ হাজার কোটি টাকা আদায় করা হবে: ইসলামী ব্যাংকের চেয়ারম্যান

এস আলমের শেয়ার বিক্রি করে ১০ হাজার কোটি টাকা আদায় করা হবে: ইসলামী ব্যাংকের চেয়ারম্যান

প্রথমআলো
ব্যাংকের ওপর আস্থা কমায় টাকা না রেখে সঞ্চয়পত্র কিনছে মানুষ

ব্যাংকের ওপর আস্থা কমায় টাকা না রেখে সঞ্চয়পত্র কিনছে মানুষ

কালের কণ্ঠ
বিদ্যুৎ নিয়ে আদানির সাথে হওয়া চুক্তি বাতিল চেয়ে হাইকোর্টে রিট

বিদ্যুৎ নিয়ে আদানির সাথে হওয়া চুক্তি বাতিল চেয়ে হাইকোর্টে রিট

নয়া দিগন্ত
প্রাইম ব্যাংক ও সেবা ডট এক্সওয়াইজেডের মধ্যে চুক্তি সই

প্রাইম ব্যাংক ও সেবা ডট এক্সওয়াইজেডের মধ্যে চুক্তি সই

বাংলা ট্রিবিউন
ভারত থেকে চাল আমদানি শুরু

ভারত থেকে চাল আমদানি শুরু

বাংলা ট্রিবিউন
ভারতে বাড়ছে পেঁয়াজের দাম, কেজি উঠেছে ৭০–৮০ রুপিতে

ভারতে বাড়ছে পেঁয়াজের দাম, কেজি উঠেছে ৭০–৮০ রুপিতে

প্রথমআলো
ট্রেন্ডিং
  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও সিন্ডিকেটের বিরুদ্ধে 'বস্তায় বস্তায় ঘুষ' নেওয়ার অভিযোগ: দুদকের অনুসন্ধান শুরু

  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া