খালেদা জিয়া ও তারেকের জন্য খালি চেয়ার

বিএনপি’র অন্যান্য বিভাগীয় সমাবেশের মতো ঢাকার গণসমাবেশেও দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য আলাদা চেয়ার বরাদ্দ রাখা হয়েছে। সশরীরে বিএনপির এই দুই শীর্ষ ব্যক্তি উপস্থিত না থাকতে পারলেও তাদের ছবি চেয়ারে বসিয়ে প্রতীকী অতিথি বানানো হয়েছে। তাছাড়া অনুষ্ঠানে সশরীরে প্রধান অতিথি হিসেবে থাকছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশরারফ হোসেন। আর এতে সভাপতিত্ব করছেন বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান।

এর আগেও সারাদেশের মহানগরী ও শহরগুলোতে পর্যায়ক্রমে সমাবেশ করেছে বিএনপি। তবে অনেক বাধা-বিপত্তির পরে ঢাকা বিভাগীয় সমাবেশের অনুমতি পায় দলটি।

অনুমতি পাওয়ার অল্প সময়ের মধ্যে রাতেই মাঠে তৈরি করা হয়েছে সাদামাটা একটি মঞ্চ। এমনকি মঞ্চের ওপরে ছাদও দেওয়া হয়নি। এছাড়া স্টেজে বসানো হয়েছে একটি এলইডি স্ক্রিন। মঞ্চের সামনে ও মাঠের বিভিন্ন অংশে বিএনপি ও দলের অঙ্গ সংগঠনের পক্ষ থেকে উড়িয়ে দেওয়া হয়েছে বেলুন। 

এসব বেলুনের গায়ে নেতাদের ছবিসহ সংগঠনের নামে পোস্টার লাগানো হয়েছে। এছাড়া মাঠের চারপাশসহ সমাবেশ স্থল ও আশপাশের এলাকাতে সাঁটানো হয়েছে ব্যানার-ফেস্টুন।

গণসমাবেশ মঞ্চটিতে চার সারি সাদা কভার লাগানো চেয়ার দিয়ে সাজানো হয়েছে। মঞ্চের মধ্যখানে দুটি চেয়ারে খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি রাখা হয়েছে। প্রতীকী প্রধান অতিথি বানানো হয়েছে তাদের। পরে কেন্দ্রীয় ও মহানগরীয় নেতারা পাশের চেয়ারে বসেন।

এ বিষয়ে কয়েকজন নেতাকর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, এই গণসমাবেশ থেকে খালেদা জিয়ার মুক্তি নিশ্চিত করতে চান নেতাকর্মীরা। তারা বলেন, আমরা মনে করতে চাই না তারেক রহমান ও খালেদা জিয়া আমাদের মঞ্চে নেই। তারা সবসময় আমাদের সঙ্গেই আছেন। আমাদের মঞ্চে এই অবস্থান করছেন।  খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে ঢাকা মহানগরের এই গণসমাবেশ। এছাড়া তাদের ছবি মঞ্চে রাখায় উজ্জীবিত নেতাকর্মীরাও।
এই বিভাগের আরও খবর
দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত ১০

দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত ১০

মানবজমিন
তেঁতুলিয়া সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশী নিহত

তেঁতুলিয়া সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশী নিহত

নয়া দিগন্ত
দ্বাদশ নির্বাচনের মতো উপজেলা নির্বাচনও বর্জন করবে জনগণ: রিজভী

দ্বাদশ নির্বাচনের মতো উপজেলা নির্বাচনও বর্জন করবে জনগণ: রিজভী

জাগোনিউজ২৪
গ্রীষ্মকাল হলেও ঢাকায় এখন শীত, সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রির নিচে

গ্রীষ্মকাল হলেও ঢাকায় এখন শীত, সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রির নিচে

জনকণ্ঠ
এ বছর পুলিৎজার পেলো ৩ সংবাদমাধ্যম

এ বছর পুলিৎজার পেলো ৩ সংবাদমাধ্যম

বাংলা ট্রিবিউন
উপজেলা নির্বাচনে ওবায়দুল কাদেরের ছোট ভাইয়ের মনোনয়ন বাতিল

উপজেলা নির্বাচনে ওবায়দুল কাদেরের ছোট ভাইয়ের মনোনয়ন বাতিল

মানবজমিন
ট্রেন্ডিং
  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া

  • অবিশ্বাস্য কীর্তিতে হাজার রানের ক্লাবে এনামুল বিজয়