বিএনপি’র অন্যান্য বিভাগীয় সমাবেশের মতো ঢাকার গণসমাবেশেও দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য আলাদা চেয়ার বরাদ্দ রাখা হয়েছে। সশরীরে বিএনপির এই দুই শীর্ষ ব্যক্তি উপস্থিত না থাকতে পারলেও তাদের ছবি চেয়ারে বসিয়ে প্রতীকী অতিথি বানানো হয়েছে। তাছাড়া অনুষ্ঠানে সশরীরে প্রধান অতিথি হিসেবে থাকছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশরারফ হোসেন। আর এতে সভাপতিত্ব করছেন বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান।
এর আগেও সারাদেশের মহানগরী ও শহরগুলোতে পর্যায়ক্রমে সমাবেশ করেছে বিএনপি। তবে অনেক বাধা-বিপত্তির পরে ঢাকা বিভাগীয় সমাবেশের অনুমতি পায় দলটি।
অনুমতি পাওয়ার অল্প সময়ের মধ্যে রাতেই মাঠে তৈরি করা হয়েছে সাদামাটা একটি মঞ্চ। এমনকি মঞ্চের ওপরে ছাদও দেওয়া হয়নি। এছাড়া স্টেজে বসানো হয়েছে একটি এলইডি স্ক্রিন। মঞ্চের সামনে ও মাঠের বিভিন্ন অংশে বিএনপি ও দলের অঙ্গ সংগঠনের পক্ষ থেকে উড়িয়ে দেওয়া হয়েছে বেলুন।
এসব বেলুনের গায়ে নেতাদের ছবিসহ সংগঠনের নামে পোস্টার লাগানো হয়েছে। এছাড়া মাঠের চারপাশসহ সমাবেশ স্থল ও আশপাশের এলাকাতে সাঁটানো হয়েছে ব্যানার-ফেস্টুন।
গণসমাবেশ মঞ্চটিতে চার সারি সাদা কভার লাগানো চেয়ার দিয়ে সাজানো হয়েছে। মঞ্চের মধ্যখানে দুটি চেয়ারে খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি রাখা হয়েছে। প্রতীকী প্রধান অতিথি বানানো হয়েছে তাদের। পরে কেন্দ্রীয় ও মহানগরীয় নেতারা পাশের চেয়ারে বসেন।
এ বিষয়ে কয়েকজন নেতাকর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, এই গণসমাবেশ থেকে খালেদা জিয়ার মুক্তি নিশ্চিত করতে চান নেতাকর্মীরা। তারা বলেন, আমরা মনে করতে চাই না তারেক রহমান ও খালেদা জিয়া আমাদের মঞ্চে নেই। তারা সবসময় আমাদের সঙ্গেই আছেন। আমাদের মঞ্চে এই অবস্থান করছেন। খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে ঢাকা মহানগরের এই গণসমাবেশ। এছাড়া তাদের ছবি মঞ্চে রাখায় উজ্জীবিত নেতাকর্মীরাও।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়