খুলনা বিভাগে একদিনে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ৩০ জন মারা গেছেন। সবশেষ তথ্য অনুযায়ী বিভাগে করোনায় ১ হাজার ১১ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় বিভাগে ভাইরাস শনাক্ত হয়েছে ১ হাজার ৪৬৪ জনের। সবমিলিয়ে মোট শনাক্তের সংখ্যা ৫৩ হাজার ছাড়িয়েছে।
সোমবার দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা এ তথ্য জানিয়েছেন।
রাশেদা বলেন, বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ১ হাজার ১১ জন। মৃত্যুর হার ১ দশমিক ৮৯ শতাংশ। আর মোট শনাক্তের সংখ্যা ৫৩ হাজার ৬৩১। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৬৩ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৩৬ হাজার ৯৭৮ জন।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি কুষ্টিয়ায় মারা গেছেন ৯ জন। খুলনায় ৬ জন, ঝিনাইদহ ও মেহেরপুরে ৪ জন করে মারা গেছেন। বাগেরহাট ও চুয়াডাঙ্গায় ২ জন করে এবং সাতক্ষীরা, যশোর ও নড়াইলে ১ জন করে মারা গেছেন।
বিভাগে করোনায় মোট মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে খুলনা জেলায় ২৪৬, কুষ্টিয়ায় ১৯৮, যশোরে ১৩৪, চুয়াডাঙ্গায় ৮৬, ঝিনাইদহে ৮৭, বাগেরহাটে ৮১, সাতক্ষীরায় ৬৭, মেহেরপুরে ৪৬, নড়াইলে ৪১ ও মাগুরায় ২৫ জন আছেন।
শনাক্ত বিবেচনায়ও জেলাগুলোর মধ্যে শীর্ষে আছে খুলনা। খুলনায় এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৪ হাজার ৯৪৩ জন। বাগেরহাটে ৩ হাজার ১৮৩, চুয়াডাঙ্গায় ৩ হাজার ১৬৭, যশোরে ১১ হাজার ৭৭৯, ঝিনাইদহে ৪ হাজার ১৩৭, কুষ্টিয়ায় ৭ হাজার ৩৫৬, মাগুরায় ১ হাজার ৫০৯, মেহেরপুরে ১ হাজার ৬৭৬, নড়াইলে ২ হাজার ৫৮১ ও সাতক্ষীরায় ৩ হাজার ৩০০ জন শনাক্ত হয়েছেন।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়