খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৬০ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৯০০ জনের। বিভাগে এখন পর্যন্ত এটাই এক দিনে সর্বোচ্চ করোনা শনাক্ত ও মৃত্যুর ঘটনা।
আজ বুধবার খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ৫ জুলাই এক দিনে সর্বোচ্চ ৫১ জনের মৃত্যু হয়েছিল। আর গতকাল মঙ্গলবার সর্বোচ্চ ১ হাজার ৮৬৫ জনের করোনা শনাক্ত হয়েছিল।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন সূত্রে জানা যায়, ২৪ ঘণ্টায় আরটি-পিসিআরের মাধ্যমে ২ হাজার ৭২১টি, জিন এক্সপার্ট যন্ত্রে ১৪১টি, র্যাপিড অ্যান্টিজেন দিয়ে ২ হাজার ৭৩৯টিসহ মোট ৫ হাজার ৭৯১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এটাই এক দিনে সর্বোচ্চসংখ্যক নমুনা পরীক্ষা। শনাক্তের হার ৩৬ দশমিক ৬০ শতাংশ। আগের ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ৩৬ দশমিক ৮১ শতাংশ। এখন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১ হাজার ১৯৯ জন করোনা রোগী।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ৬০ জনের মধ্যে খুলনার ২১ জন, কুষ্টিয়ার ১১ জন, ঝিনাইদহে ৭, যশোরের ৬ জন, চুয়াডাঙ্গায় ৫, নড়াইলে ৪, বাগেরহাটের ৩, মেহেরপুরের ২ এবং মাগুরার ১ জন। এ নিয়ে বিভাগে করোনা সংক্রমিত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৬৫। মৃত্যুর হার ২ দশমিক শূন্য ৭ শতাংশ। বিভাগে করোনা শনাক্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ হাজার ৭৯৯।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৩১১ জন। মোট সুস্থ হয়েছে ৪৩ হাজার ৩৭৮ জন। গত বছরের ১৯ মার্চ বিভাগে প্রথম করোনা শনাক্ত হয়।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়