পেঁয়াজের পর্যাপ্ত আমদানি হলেও বন্দরে ক্রেতা সংকট, পেঁয়াজ আমদানিতে শুল্ক প্রত্যাহার এবং অতিরিক্ত গরমের কারণে সব ধরনের পেঁয়াজের দাম কমতে শুরু করেছে।
সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজের দাম কমেছে ৮ টাকা। দাম কমলেও বন্দরে ক্রেতা না থাকায় বিপাকে আমদানিকারকরা।
রোববার (১৭ অক্টোবর) বিকেলে হিলি স্থলবন্দর অভ্যন্তরের পেঁয়াজ পয়েন্ট এলাকা ঘুরে দেখা যায়, থরে থরে সাজানো পেঁয়াজ বোঝাই ভারতীয় ট্রাক দাঁড়িয়ে আছে। বন্দরে নেই তেমন ক্রেতা সমাগম। যদিও দুই একজন পাইকার আসছেন। কিন্তু আড়তে পেঁয়াজের বিক্রি না থাকায় তারও কিনছেন না। পূজার বন্ধের আগে যে পেঁয়াজ বিক্রি হয়েছে ৪৮ থেকে ৫০ টাকা কেজি দরে সেই পেঁয়াজ এখন কেজিতে ৮ টাকা কমে ৪০ থেকে ৪২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
হিলি স্থলবন্দরে পেঁয়াজ কিনতে আসা পাইকার সাদ্দাম জানান, পূজার আগে হিলি বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি বেশি ছিল। আমরা এখান থেকে পেঁয়াজ কিনে দেশের বিভিন্ন স্থানে আড়তদারকে পাঠিয়েছি।
তিনি জানান, তারা আড়তে সেই পেঁয়াজগুলো বিক্রি করতে না পারায় নতুন করে আর কোনো অর্ডার নিচ্ছে না। সেই কারণে আমরাও পেঁয়াজ কিনতে পারছি না। এদিকে আবার সরকার শুল্ক প্রত্যাহার করে নিয়েছে। দাম আরও কমে আসবে এই ভয়ে কেউ আবার পেঁয়াজ কিনছে না। যেহেতু আজকে প্রথম পেঁয়াজ আমদানি শুরু হলো।
হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন জানান, পেঁয়াজ আমদানি সরকারের শুল্ক প্রত্যাহার, অতিরিক্ত গরমের কারণে বন্দরে তেমন একটা ক্রেতা নেই যে কারণে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। বর্তমানে বন্দরে ক্রেতা না থাকায় আমাদের আমদানিকৃত পেঁয়াজগুলো বিক্রি নিয়ে আমরা বিপাকে পড়েছি। শুল্ক প্রত্যাহারের ফলে পেঁয়াজের দাম আরও কমে আসবে বলেও জানান তিনি।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়