রাজনৈতিক কারণে ভারত-পাকিস্তান ক্রিকেট এখন আইসিসি ও এসিসি টুর্নামেন্টেই সীমাবদ্ধ। এরপরও দুই দেশের সাবেক-বর্তমান ক্রিকেটারদের মাঝে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান সৌরভ গাঙ্গুলি যেমন আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে দাওয়াত করেছিলেন রমিজ রাজাকে। তবে বির্তক এড়াতে পিসিবি প্রধান সাড়া দেননি গাঙ্গুলির ডাকে।
২০০৮ সালে আইপিএলের প্রথম আসরে ছিলেন পাকিস্তানি ক্রিকেটাররাও। কিন্তু মুম্বাই হামলার জেরে বিশ্বের সবচেয়ে জমজমাট এই ফ্র্যাঞ্চাইজি লীগের দুয়ার বন্ধ হয়ে যায় পাকিস্তানিদের জন্য। এমনকি দুই দলের আন্তর্জাতিক সিরিজও বন্ধ রয়েছে ২০১৩ সালের পর থেকে।
আইপিএল অনুষ্ঠানে যোগ দিলে ভক্তদের রোষানলে পড়ার ভয় করেছিলেন রমিজ। এই বিষয়ে তিনি বলেন, ‘সৌরভ গাঙ্গুলির সঙ্গে আমার কথা হয়েছিল। আমি তাকে বলছিলাম, ২-৩ জন সাবেক ক্রিকেটার এখন বোর্ড প্রেসিডেন্ট অথবা চেয়ারম্যান হিসেবে আছেন। আমরা যদি ব্যবধান গড়তে না পারি তো কারা গড়বে? তিনিও (সৌরভ) নিজের উদ্বেগের কথা বলেছিলেন। দু’বার তিনি আমাকে আইপিএলে আমন্ত্রণ জানান।
একবার দুবাইয়ে আরেকবার চলতি বছরে। যাবো কি যাবো না; আমি দ্বিধায় পড়ে যাই। ভাবছিলাম যদি সেখানে যাই তাহলে সমর্থকরা আমাকে ছাড়বে না।’
রমিজ মনে করেন, রাজনৈতিক সম্পর্ক মেরামত ছাড়া দুই দেশের ক্রিকেট মাঠে ফেরানো সম্ভব নয়। তিনি বলেন, ‘ক্রিকেটীয় সেন্স বিবেচনায় আইপিএলে যোগ দেয়া যেতো। কিন্তু বেশ কিছু ফাটল রয়েছে যেগুলো সবার আগে ঠিক করা প্রয়োজন। কারণ এটা রাজনীতির খেলা।’
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়