গাজীপুরে কুপিয়ে খুনের ঘটনায় কলেজ ছাত্রসহ গ্রেফতার ৬

গাজীপুর শহরে আধিপত্য বিস্তার করতে তুচ্ছ ঘটনার জেরে স্যানেটারী মিস্ত্রি সাদেক আলীকে কুপিয়ে খুন করেছে কয়েক যুবক। এ ঘটনায় প্রধান আসামি ও কলেজ ছাত্রসহ ৬ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এসময় হত্যাকান্ডে ব্যবহৃত একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (অপরাধ) মোঃ জাকির হাসান সদর থানা ক্যাম্পাসে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।

গ্রেফতারকৃতরা হলো- গাজীপুর সিটি কর্পোরেশনের পশ্চিম ভুরুলিয়া এলাকার মোঃ শফিকুল ইসলামের ছেলে কাওসার আহমেদ আকাশ (২৩), শহরের মধ্য ছায়াবিথী এলাকার মোঃ আমজাদ হোসেন মুকুলের ছেলে মোঃ মেহেদী হাসান বিজয় (১৮), মারিয়ালী কলাবাগান এলাকার মোঃ নুরুজ্জামানে ছেলে মোঃ শামীম (১৮), কালীগঞ্জ উপজেলার কলাপাটুয়া এলাকার মোঃ রেজাউল করিমের ছেলে ইমন আহমেদ (২০), সদর উপজেলার কুমুন এলাকার ইসমাইল হোসেনের ছেলে মোবারক হোসনে ওরফে মোবা (১৯) ও মধ্য ছায়াবিথী এলাকার বাদল চন্দ্র বিশ্বাসের ছেলে নিলয় চন্দ্র বিশ্বাস (১৮)। এদের মধ্যে কাওসার শহরের কাজী আজিম উদ্দীন কলেজ থেকে এবছর এইচএসসি উত্তীর্ণ হয়েছে, নিলয় একই কলেজের একাদশ শ্রেণীর, বিজয় রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণীর ও ইমন স্থানীয় লিংকন প্যারামেডিক্যাল ইনস্টিটিউটের ডিপ্লোমার ছাত্র। অপর আসামি মোবারক শহরের জজ আদালত এলাকার একটি হোটেলের বয় এর কাজ করে।

পুলিশের ওই কর্মকর্তা জানান, গাজীপুর শহরের মধ্য ছায়াবিথী এলাকার ভাড়া বাসায় থেকে সেনেটারী মিস্ত্রির কাজ করতেন সাদেক আলী (৩২)। তিনি শেরপুরের ঝিনাইগাতী থানার বাঁকাকোড়া এলাকার শাহ আলমের ছেলে। বৃহষ্পতিবার রাত ৯টার দিকে সাদেক আলী তার ছেলের জন্য বিস্কুট কিনতে বাসা সংলগ্ন জনৈক গোপালের দোকানে যান। এসময় সেখানে সালাম না দেওয়া ও সিনিয়রটি জুনিয়রটি নিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র অভিযুক্ত যুবকদের সঙ্গে সাদেক আলীর সঙ্গে তর্ক-বিতর্ক হয়। পরে স্থানীয়রা তাদের সরিয়ে দিলে সাদেক বাসায় চলে যান। এরপর আসামিরা সাদেককে বাসা থেকে ফের রাস্তায় ডেকে আনে এবং সাদেককে এলোপাথারি মারধর করে। একপর্যায়ে তারা চাইনিজ কুড়াল দিয়ে সাদেকের গলার ডান পাশে সজোরে কোপ দেয়। এতে মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই নিহত হন সাদেক। তার মৃত্যু নিশ্চিত করে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন।

এই বিভাগের আরও খবর
চুয়াডাঙ্গায় ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

চুয়াডাঙ্গায় ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

মানবজমিন
চুয়াডাঙ্গায় ৪৩.৭ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড, ৩৫ বছরে দেশের সর্বোচ্চ

চুয়াডাঙ্গায় ৪৩.৭ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড, ৩৫ বছরে দেশের সর্বোচ্চ

জাগোনিউজ২৪
ভোটার ছাড়া ভোট চুন ছাড়া পান খাওয়ার মতো: ইসি রাশেদা

ভোটার ছাড়া ভোট চুন ছাড়া পান খাওয়ার মতো: ইসি রাশেদা

জাগোনিউজ২৪
দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

জনকণ্ঠ
চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টির পূর্বাভাস

চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টির পূর্বাভাস

নয়া দিগন্ত
তিন বিদেশি শক্তি আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে কাজ করেছিল: জিএম কাদের

তিন বিদেশি শক্তি আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে কাজ করেছিল: জিএম কাদের

মানবজমিন
ট্রেন্ডিং
  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া

  • অবিশ্বাস্য কীর্তিতে হাজার রানের ক্লাবে এনামুল বিজয়