টপ অর্ডারের মধ্যে সাকিব যা একটু করলেন ব্যাট হাতে। বাকি কাজটুকু সারার চেষ্টা করলেন মিডল অর্ডারে দুই ক্যারিবীয় ব্যাটার। চলতি মৌসুমে বিপিএলের প্রথম ম্যাচে নেমেই ইনিংস সর্বোচ্চ রান এলো গেইলের ব্যাট থেকে। ডুয়াইন ব্রাভো খেললেন অপরাজিত ঝলমলে এক ইনিংস। তাতে করে সম্মাজনক স্কোর বরিশালের।
সোমবার বিপিএলের ম্যাচে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে মিনিস্টার গ্রুপ ঢাকার বিরুদ্ধে ৮ উইকেটে ১২৯ রান করেছে সাকিবের ফরচুন বরিশাল।
ব্যাট হাতে শুরুটা ভালোর ইঙ্গিত দিয়েছিলেন দুই ওপেনার সৈকত আলী ও নাজমুল হোসেন শান্ত। তবে দলীয় ২১ রানে এই জুটি ভাঙে শুভাগত হোম। ৯ বলে ৫ রান করা শান্তকে ফেরান তিনি। পরের ওভারে বিদায় নেন আরেক ওপেনার সৈকত আলী। ১৮ বলে ১৫ রান করে তিনি হাসান মুরাদের বলে ক্যাচ দেন তামিম ইকবালের হাতে।
এরপর রানের খাতা খুলার আগেই বিদায় নেন তৌহিদ রাসেল। ২৩ রানে তিন উইকেট হারানো বরিশালকে হাল ধরার চেষ্টা করেন অধিনায়ক সাকিব আল হাসান ও ক্রিস গেইল। এই জুটি ভাঙে দলীয় ৬০ রানে। ১৯ বলে দুই চার ও এক ছক্কায় ২৩ রান করে রুবেলের বলে শেহজাদের হাতে ক্যাচ দিয়ে ফিরেন সাকিব।
পরের ওভারে দ্রুতই সাজঘরে ফেরেন করোনা থেকে ফেরা নুরুল হাসান সোহান। ৫ বলে এক রান করে তিনি মাহমুদউল্লাহর শিকার। এরপর বরিশালের রানের চাকা বলতে গেলে ঘুরান ক্রিস গেইল ও ডুয়াইন ব্রাভো। শুরুর দিকে মন্থর গতিতে আগালেও শেষের দিকে গেইলের ব্যাটে দেখা গেছে মনমুগ্ধকর চার ও ছক্কা। দলীয় ৯৪ রানের মাথায় বিদায় নেন গেইল। উদানার বলে মাহমুদউল্লাহর কাছে ধরা পড়েন তিনি। যাওয়ার আগে করে যান ৩০ বলে তিন চার ও দুই ছক্কায় ৩৬ রান।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়