গোবিন্দগঞ্জে প্রচারকেন্দ্র নির্মাণ নিয়ে সংঘর্ষ, আহত ২০ 

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে আওয়ামী লীগ মনোনীত নৌকার চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সঙ্গে বিদ্রোহী প্রার্থীসহ কর্মী-সমর্থকদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ২০ জন আহত হয়েছেন। এ সময় অন্তত ১০টি দোকান ভাঙচুর করা হয়। মঙ্গলবার (২৩ নভেম্বর) রাতে মহিমাগঞ্জ ইউনিয়নের বটতলা ও মহিমাগঞ্জ বাজার এলাকায় এই ঘটনা ঘটে। ইউপি নির্বাচনকে ঘিরে বটতলায় এলাকায় একটি নির্বাচনি অফিস করাকে কেন্দ্র করে দুইপক্ষ এই সংঘর্ষে জড়ায় বলে জানা গেছে। আহতদের মধ্যে সাত-আট জনকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় মহিমাগঞ্জের বটতলায় নির্বাচনি অফিস বানানোকে কেন্দ্র করে নৌকার চেয়ারম্যান প্রার্থী রেজওয়ানুর রহমান মুন্সির সমর্থক ও বিদ্রোহী প্রার্থী আনোয়ারুল ইসলামসহ তার কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এক পর্যায়ে উভয়ের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় চা স্টল ও টাইলসের দোকানসহ ১০টি দোকান ভাঙচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
 
বিদ্রোহী প্রার্থী মহিমাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলামের অভিযোগ,   নৌকার প্রার্থীর ইন্ধনে স্বেচ্ছাসেবকলীগ নেতা হামিদুল ইসলামের নেতৃত্বে ৫০-৬০ জনের একটি দল  আমার সমর্থকদের ওপর হামলা চালায়। এসময় আমার শ্বশুরের ব্যবসা প্রতিষ্ঠানসহ আশপাশের ১০টি দোকান এবং আমার নির্বাচনি অফিসের চেয়ার-টেবিল ভাঙচুর করা হয়। হামলার সময় ইট-পাটকেলের আঘাতে শ্বশুর মুজিবুর ও ভাই হামিদুলসহ অন্তত ১০ জন আহত হন। আহতদের মধ্যে শ্বশুর মুজিবর রহমান, ভাই হামিদুল ও ইউনুস আলীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এছাড়া আহত সাবেক ইউপি সদস্য মাহামুদুল হাসান, যুবলীগ নেতা জরিফা আলী, দুলাল মিয়া, মোসলেম, এমদাদুল ও সহির আলীসহ অন্যরা প্রাথমিক চিকিৎসা নেন বলেও জানান তিনি।

তবে হামলার অভিযোগ অস্বীকার করে নৌকার সমর্থক গোবিন্দগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক হামিদুল ইসলাম বলেন, ‘নির্বাচনি প্রচারণা চালানোর সময় বটতলা এলাকায় আমাদের ওপর হামলা চালায় আনোয়ারুল ইসলামসহ তার সমর্থকরা। এতে আমিসহ যুবলীগ ও ছাত্রলীগের অন্তত ১০-১২ নেতাকর্মী আহত হন। আহতদের মধ্যে ফরিউজ্জামান, হেলাল ও বাবুসহ পাঁচ জনকে হাসপাতালে এবং অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। ’
এই বিভাগের আরও খবর
প্রধান নির্বাচন কমিশনার হলেন নাসির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার হলেন নাসির উদ্দীন

ভোরের কাগজ
ঝালকাঠি-১ আসনের সাবেক এমপি শাহজাহান ওমর গ্রেফতার

ঝালকাঠি-১ আসনের সাবেক এমপি শাহজাহান ওমর গ্রেফতার

জনকণ্ঠ
জয়কে অপহরণ মামলা : জামিন পেলেন সাংবাদিক শফিক রেহমান

জয়কে অপহরণ মামলা : জামিন পেলেন সাংবাদিক শফিক রেহমান

নয়া দিগন্ত
প্রথমবারের মতো সচিবালয়ে ড. ইউনূস

প্রথমবারের মতো সচিবালয়ে ড. ইউনূস

জনকণ্ঠ
গাজীপুরে চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

বিডি প্রতিদিন
পালানোর সময় গাজীপুরের সাবেক ভারপ্রাপ্ত মেয়র গ্রেপ্তার

পালানোর সময় গাজীপুরের সাবেক ভারপ্রাপ্ত মেয়র গ্রেপ্তার

দৈনিক ইত্তেফাক
ট্রেন্ডিং
  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও সিন্ডিকেটের বিরুদ্ধে 'বস্তায় বস্তায় ঘুষ' নেওয়ার অভিযোগ: দুদকের অনুসন্ধান শুরু

  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া