News

গোল্ডেন বয় অ্যাওয়ার্ড জিতলেন হ্যালন্ড

November 21, 2020

বরুশিয়া ডর্টমুন্ডের তরুণ নরওয়ে স্ট্রাইকার অ্যারলিং হ্যালন্ড ২০২০ গোল্ডেন বয় অ্যাওয়ার্ড জিতেছেন। ক্লাব সতীর্থ জাদন সানকো, বায়ার্ন তরুণ আলফনসো ডেভিস, ম্যানইউয়ের ম্যাসন গ্রিনউড এবং বার্সার আনসু ফাতিদের মতো তরুণদের হটিয়ে এই পুরস্কার জিতেছেন তিনি।

ইতালির সংবাদ মাধ্যম 'টুট্টো স্পোর্টস' প্রতিবছর ২১ বছরের মধ্যে ইউরোপের সেরা পারফরমারদের মধ্যে থেকে একজনকে এই পুরস্কার দেয়। একবার কেউ পুরস্কার পেলে পরের বছর তিনি আর পুরস্কারের জন্য নির্বাচিত সংক্ষিপ্ত তালিকায় জায়গা পান না।