৬৩ মিনিট পর্যন্ত ভীষণ সংগ্রাম করতে হয়েছে রিয়াল মাদ্রিদকে। তাও আবার নিজেদের মাঠ বার্নাব্যুতে! অবস্থা এমন দাঁড়ায়, স্বাগতিকদের খেলায় দর্শকরা অসন্তোষও প্রকাশ করে বসে। শেষ পর্যন্ত দ্বিতীয়ার্ধে মাত্র ২৭ মিনিটের খেলায় ম্যাচের গতিপ্রকৃতি পাল্টে দিয়েছে কার্লো আনচেলত্তির দল। আলাভেসের বিপক্ষে লা লিগার ম্যাচটি তারা জিতেছে ৩-০ গোলে।
চ্যাম্পিয়নস লিগে প্যারিস সেন্ত জার্মেইর কাছে হারের পর পুরোপুরি নিষ্প্রভ মাদ্রিদের দেখা মিলেছে। উদ্যোমের এতই অভাব ছিল যে, প্রথমার্ধে পরিষ্কার কোনও সুযোগই তৈরি করতে পারেনি। বরং সফরকারী আলাভেস তাদের আগেই গোলের সুবর্ণ সুযোগ পেয়ে গিয়েছিল। কিন্তু দুর্ভাগ্য বক্সের কাছে ফাঁকা পেয়েও বল জালে জড়াতে পারেননি পিটার পনস।
রিয়ালের বাজে দশায় স্বাগতিক দর্শকরাও তিতি বিরক্ত হয়ে পড়েছিল। দলকে দুয়ো, শিস বাজানোসহ আপত্তিকর পরিস্থিতির মুখে ফেলে দেয় তারা। দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হওয়ায় রিয়াল মাদ্রিদের হয়ে অবশেষে জবাবটা দেন আসেনসিও। ৬৩ মিনিটে অসাধারণ এক গোলের পর দর্শকদের ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেছেন, এভাবে সমালোচনা না করে দলের পাশে থাকতে।
এর পর অবশ্য আর পেছন ফিরে তাকাতে হয়নি তাদের। ৮০ মিনিটে ব্যবধান বাড়িয়ে নিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। ৯০+১ মিনিটে পেনাল্টি থেকে স্কোর ৩-০ করে মাঠ ছাড়েন করিম বেনজিমা।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়