আগামী ২৬ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত প্রভিডেন্সের গায়ানা জাতীয় স্টেডিয়ামে হতে যাচ্ছে গ্লোবাল সুপার লিগ। এই টুর্নামেন্টে বাংলাদেশ থেকে খেলবে রংপুর রাইডার্স। নুরুল হাসান সোহানের নেতৃত্বে এই স্কোয়াডের ৯ জন স্থানীয় ক্রিকেটার বেশ কয়েকটি গ্রুপে ভাগ হয়ে সোমবার দেশ ছাড়বেন। যাওয়ার আগে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন অধিনায়ক নুরুল হাসান সোহান। তার মতে, গ্লোবাল সুপার লিগ শেখার বড় মঞ্চ।
গ্লোবাল সুপার লিগে স্বাগতিক গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ও রংপুর রাইডার্সের সঙ্গে অংশ নেবে পাকিস্তানের লাহোর কালান্দার্স, ইংল্যান্ডের হ্যাম্পশায়ার হকস ও অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া দল। রংপুরের জন্য টুর্নামেন্টে হবে বেশ চ্যালেঞ্জিং। এক প্রশ্নের জবাবে সোহান বলেছেন, 'এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ হবে। স্যার (নাজমুল আবেদীন ফাহিম) যেটা ম্যানশন করলেন, এটা আমাদের জন্য শেখার অনেক বড় প্রক্রিয়া। আমরা হয়তো খুব বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলার সুযোগ পাই না। যেহেতু এই টুর্নামেন্ট খেলছি, এরপর এনসিএলে টি-টোয়েন্টি আছে, বিপিএল আছে।'
গ্লোবাল এই টুর্নামেন্টকে ক্রিকেটারদের জন্য বড় মঞ্চ হিসেবে দেখছেন রংপুরের অধিনায়ক, ‘আমার কাছে মনে হয় যে, এটা আমাদের খেলোয়াড়দের জন্য বড় সুযোগ, একটা গ্লোবাল টুর্নামেন্ট হচ্ছে। আশা করি, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্ট হবে। বাংলাদেশের হয়ে কোন ফ্র্যাঞ্চাইজি দল দেশের বাইরে যাচ্ছে, এটা আমাদের কাছে মনে হয় অনেক বড় পাওয়া আমাদের জন্য।'
গ্লোবাল লিগে খেলার জন্য বেশ কয়েক সপ্তাহ ধরে প্রস্তুতি নিচ্ছে রংপুর। নিজেদের প্রস্তুতির ব্যাপারে অধিনায়ক সোহান বলেছেন, 'সত্যি বলতে আমরা জাতীয় লিগের ম্যাচ খেলছিলাম। শেষ চারদিন একসঙ্গে অনুশীলন করেছি। আমার কাছে মনে হয় ওখানে গিয়ে তিন-চারদিন অনুশীলনের একটা সুযোগ পাবো। আমি লাস্ট ওডিআই সিরিজ ওখানে খেলেছিলাম, গায়ানার উইকেট ও বাংলাদেশের উইকেট কিছুটা একই। কোচ মিকি আর্থারের সঙ্গে কথা হয়েছে পুরো দলের, কী পরিকল্পনা নিয়ে আমরা যেতে পারি এবং কেমন পরিস্থিতি হতে পারে সেটার একটা ধারণা সবাই পেয়েছে। ওখানে যাওয়ার পর তিন চারদিন অনুশীলনের সুযোগ পাবো, সেটা কাজে লাগানোর চেষ্টা করবো।’
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়