ঘরের মাঠে রিয়ালের হোঁচট (ভিডিও)

লিগের শীর্ষস্থান হারানোর কোনো ভয় নেই। তাই শনিবার রাতের ম্যাচে পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে গেছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি।

রাইটব্যাক দানি কারভাহালের চোটের কারণে লুকাস ভাসকেজকে না নামিয়ে মিডফিল্ডার ফেদে ভালভার্দেকে রাইটব্যাক হিসেবে সুযোগ দেন আনচেলত্তি। তার এই সিদ্ধান্ত ভুল প্রমাণ হতে বেশি সময় লাগেনি।  গোলের উদ্দেশে আগের ম্যাচে হ্যাটট্রিক করা আসেনসিও ওপরে উঠলেই মাঝমাঠে শূন্যতার সৃষ্টি হতো বারংবার।

আর তাই খেসারত দিতে হলো রিয়াল মাদ্রিদকে। ঘরের মাঠে ভিয়ারিয়ালের সঙ্গে গোলশূন্য ড্র করে মাঠ ছাড়লেন স্প্যানিশ জায়ান্টরা।

এমন ফলের জন্য মাদ্রিদ শিবিরের ফিনিশিংয়ের দুর্বলতাকে দায়ী করা হবে নিশ্চিত। 

পুরো ম্যাচে গোলের উদ্দেশে ১৪টি শট নিলেও তার একটি মাত্র ছিল লক্ষ্যে। তার তুলনায় ভিয়ারিয়াল মাত্র ছয়টি শট নিলেও তার অধিকাংশই রিয়াল শিবিরে কাঁপন ধরিয়েছে, দুটি ছিল লক্ষ্যে।  যদিও গোল পায়নি তারাও।

সান্তিয়াগো বার্নাবাউয়ে শনিবার ম্যাচের শুরু থেকে উজ্জীবিত ফুটবল খেলা ভিয়ারিয়াল পাঁচ মিনিটের মধ্যে ভালো দুটি আক্রমণ করে।

১৩তম মিনিটে দারুণ এক আক্রমণে গোল পেতে পারতেন আর্নোট ডানজুমা। ডাচ উইঙ্গারের জোরালো শট ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ঠেকান রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়া। 

২১তম মিনিটে পাকো আলকাসেরের শটও ঝাঁপিয়ে ফিরিয়ে দেন এই বেলজিয়ান গোলরক্ষক। পক্ষান্তরে প্রথমার্ধে রিয়ালের পক্ষে তেমন কোনো জোরালো শটের দেখা মেলেনি।

বিরতির আগে তারা সাতটি শট নিলেও কোনোটিই প্রতিপক্ষকে ভাবায়নি।

গোলশূন্যাবস্থায় প্রথমার্ধ শেষ হয়। 

দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে গোলের সহজ সুযোগ নষ্ট করেন এদের মিলিতাও। বাঁদিক থেকে লুকা মদ্রিচের ক্রসে ছয় গজ বক্সের মুখ থেকে লক্ষ্যভ্রষ্ট হেডে হতাশ করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার। 

পরের মিনিটে প্রায় একই জায়গা থেকে লক্ষ্যভ্রষ্ট হেড করেন করিম বেনজেমাও। 

৫৪তম মিনিটে ডানজুমার আরেকটি শট রুখে দেন কোর্তোয়া। গোল পেতে মরিয়া রিয়াল শেষ দিকে ভিয়ারিয়ালের ওপর চাপ বাড়ায়। কয়েকটি সুযোগ তৈরি করেও ফিনিশিংয়ে ব্যর্থতায় বল জালে জড়াতে পারেনি।
এই বিভাগের আরও খবর
টটেনহ্যামের কাছে ৪-০ গোলে বিধ্বস্ত ম্যানসিটি

টটেনহ্যামের কাছে ৪-০ গোলে বিধ্বস্ত ম্যানসিটি

কালের কণ্ঠ
অ্যান্টিগার ‘সেই বিভীষিকা’ মাথায় নিয়ে খেলতে নামছে টাইগাররা

অ্যান্টিগার ‘সেই বিভীষিকা’ মাথায় নিয়ে খেলতে নামছে টাইগাররা

জাগোনিউজ২৪
মার্তিনেজের গোলে জয়ে ফিরল আর্জেন্টিনা

মার্তিনেজের গোলে জয়ে ফিরল আর্জেন্টিনা

দৈনিক ইত্তেফাক
তীরের গোলে তরী পার স্পেনের

তীরের গোলে তরী পার স্পেনের

ভোরের কাগজ
অ্যান্টিগায় প্রস্তুতি ম্যাচে হ্যাটট্রিক করে আলোচনায় হাসান মুরাদ

অ্যান্টিগায় প্রস্তুতি ম্যাচে হ্যাটট্রিক করে আলোচনায় হাসান মুরাদ

বণিক বার্তা
সীমিত সংস্করণে ফুল এনার্জি দিতেই টেস্টকে বিদায় ইমরুলের

সীমিত সংস্করণে ফুল এনার্জি দিতেই টেস্টকে বিদায় ইমরুলের

কালের কণ্ঠ
ট্রেন্ডিং
  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও সিন্ডিকেটের বিরুদ্ধে 'বস্তায় বস্তায় ঘুষ' নেওয়ার অভিযোগ: দুদকের অনুসন্ধান শুরু

  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া