ঘূর্ণিঝড় ‘অশনি’র সর্বশেষ অবস্থা

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড় ‘অশনি’ স্থলভাগে খুব বেশি প্রভাব ফেলতে পারেনি। কারণ, এটি ক্রমশ দুর্বল হয়ে মিয়ানমারের উপকূল অতিক্রম করেছে। ফলে বঙ্গোপসাগরের উত্তর ও উত্তর-পূর্বে কিছু বৃষ্টির সম্ভাবনা আছে।

বুধবার (২৩ মার্চ) সকাল ৭টার দিকে ভারতের পশ্চিমবঙ্গের আবহাওয়া অধিদফতর এ তথ্য জানিয়েছে।

ভারতীয় আবহাওয়া অধিদফতর অনুযায়ী, ঘূর্ণিঝড় ‘অশনি’ পশ্চিমবঙ্গের রাজ্যে প্রত্যক্ষভাবে কোনো প্রভাব ফেলেনি। ইতিমধ্যে এটি নিম্নচাপ রূপে মিয়ানমারের দিকে চলে গেছে। এর ফলে শুধুমাত্র উত্তর-পশ্চিম দিকে বাতাসের কিছুটা প্রভাব রয়েছে।
 
এর আগে ঘূর্ণিঝড় ‘অশনি’ স্থলভাগে আঘাত হানতে পারে এমনই তথ্য দিয়েছিল বাংলাদেশ ও ভারতের আবহাওয়া অধিদফতর। পরে সে সিদ্ধান্ত থেকে সরে এসে দুই দেশেরই আবহাওয়া অফিস জানায়, ঘূর্ণিঝড় ‘অশনি’ ক্রমশ দুর্বল হয়ে যেতে পারে।
 
মঙ্গলবার (২২ মার্চ) সন্ধ্যায় বাংলাদেশের আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ড. মুহাম্মাদ আবুল কালাম মল্লিক জানান, উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি প্রথমে উত্তর দিকে এবং পরবর্তীতে উত্তর ও উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে মিয়ানমার উপকূল অতিক্রম করে সন্ধ্যা ৬টায় উপকূলীয় মিয়ানমার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছিল। এটি আরও উত্তর ও উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমশ দুর্বল হয়ে যেতে পারে।

আবুল কালাম মল্লিক সামুদ্রিক সতর্ক বার্তায় বলেন, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে বুধবার (২৩ মার্চ) সকাল পর্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
 
এদিকে, মঙ্গলবার (২২ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এই বিভাগের আরও খবর
উপজেলা নির্বাচনে ব্যর্থ হলে গণতান্ত্রিক ধারাবাহিকতা ক্ষুণ্ন হবে: সিইসি

উপজেলা নির্বাচনে ব্যর্থ হলে গণতান্ত্রিক ধারাবাহিকতা ক্ষুণ্ন হবে: সিইসি

জনকণ্ঠ
খুলনা বিভাগ ও ৬ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ

খুলনা বিভাগ ও ৬ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ

নয়া দিগন্ত
কাতারের আমিরের নামে ঢাকায় পার্ক ও সড়কের নামকরণ

কাতারের আমিরের নামে ঢাকায় পার্ক ও সড়কের নামকরণ

দৈনিক ইত্তেফাক
ফরিদপুরে মন্দিরে আগুন : দুই ভাইকে পিটিয়ে হত্যার ঘটনায় বিএনপির তদন্ত কমিটি

ফরিদপুরে মন্দিরে আগুন : দুই ভাইকে পিটিয়ে হত্যার ঘটনায় বিএনপির তদন্ত কমিটি

নয়া দিগন্ত
১৯৬০ সালের সর্বোচ্চ তাপপ্রবাহে কেমন ছিল ঢাকার জীবনযাত্রা

১৯৬০ সালের সর্বোচ্চ তাপপ্রবাহে কেমন ছিল ঢাকার জীবনযাত্রা

প্রথমআলো
থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী, স্বাক্ষরিত হবে যেসব চুক্তি

থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী, স্বাক্ষরিত হবে যেসব চুক্তি

কালের কণ্ঠ
ট্রেন্ডিং
  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া

  • অবিশ্বাস্য কীর্তিতে হাজার রানের ক্লাবে এনামুল বিজয়