চট্টগ্রামে হঠাৎ অস্থির হয়ে উঠছে পেঁয়াজের বাজার। সপ্তাহের ব্যবধানে পাইকারি ও খুচরা বাজারে দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন, ভারতীয় পেঁয়াজের দাম সীমান্তে বৃদ্ধির কারণের চট্টগ্রামের খাতুনগঞ্জেও দাম বেড়েছে।
দাম বৃদ্ধির বিষয়ে খাতুনগঞ্জের হামিদুল্লাহ বাজারে পেঁয়াজের পাইকারি ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ ইদ্রিস নয়া দিগন্তকে বলেন, ‘ব্যবসায়ীরা মূলত আমদানিকারকদের কাছ থেকে পেঁয়াজ কিনে থাকেন। গত সপ্তাহে যে পেঁয়াজ ৪৫ টাকায় পাইকারি ব্যবসায়ীরা কিনেছেন। এখন সেই একই পেঁয়াজ কিনতে হয়েছে মানভেদে ৫০ থেকে ৫৫ টাকায়। বর্তমানে খাতুনগঞ্জে পেঁয়াজের চাহিদাও তেমন নেই। তবুও সপ্তাহের ব্যবধানে বৃদ্ধি পাচ্ছে পেঁয়াজের দাম।’
দেশে ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে আজ সোমবার পাইকারি পর্যায়ে প্রতিকেজি ভারতীয় পেঁয়াজ বিক্রি হয়েছে ৫২ থেকে ৫৭ টাকায়। মাত্র তিন দিন আগে অর্থাৎ গত সপ্তাহের বৃহস্পতিবার ও শুক্রবার বাজারে একই মানের পেঁয়াজ বিক্রি হয়েছে সর্বোচ্চ টাকায় ৪৫ টাকায়। এর আগের সপ্তাহে পাইকারিতে পেঁয়াজ বিক্রি হয়েছে সর্বোচ্চ ৪০ টাকায়। সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে মানভেদে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত।
আবার এই পেঁয়াজ খুচরায় বিক্রি হচ্ছে ৬৫ টাকায়। অথচ খুচরা ক্রেতারা গত দু’সপ্তাহ আগেও পেঁয়াজ ক্রয় করেছে ৪০ থেকে ৪৫ টাকায়। সপ্তাহের ব্যবধানে পাইকারিতে ১০ টাকা বাড়লেও খুচরায় বেড়েছে ২০ টাকা পর্যন্ত।
খাতুনগঞ্জের কাঁচাপণ্য ব্যবসায়ী ও মেসার্স আলী ট্রেডার্সের স্বত্বাধিকারী জসিম উদ্দিন বলেন, ‘ভারতের বিভিন্ন রাজ্যে বন্যা ও রফতানি মূল্য বাড়িয়ে দেয়ার অজুহাতে বাড়ছে পেঁয়াজের দাম। ভারতের বিকল্প হিসেবে বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানি করতে হবে। এভাবে বাজার স্থিতিশীল রাখতে হবে।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়