চমক রেখে বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা পাকিস্তানের

ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান। শান মাসুদের নেতৃত্বাধীন এই স্কোয়াডে শাহিন আফ্রিদিকে সরিয়ে সৌদ শাকিলকে সহ-অধিনায়ক করা হয়েছে। পিসিবি জানিয়েছে, ওয়ার্কলোড বিবেচনায় আফ্রিদিকে সহ-অধিনায়কের পদ থেকে সরানো হয়েছে।

ঘোষিত এই স্কোয়াডের ১৩ জনই অস্ট্রেলিয়ার বিপক্ষে সবশেষ সিরিজে খেলেছেন। এ ছাড়া প্রথমবার দলে ডাক পেয়েছেন কামরান গোলাম, মোহাম্মদ হুরাইরা এবং মোহাম্মদ আলি। ঘরোয়া ক্রিকেট ও পাকিস্তান শাহিনসের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে জাতীয় দলের দরজা খুলেছে তাদের। 

অন্যদিকে টাইগারদের বিপক্ষে সিরিজ দিয়েই লাল-বলের ক্রিকেটে ফিরছেন পেসার নাসিম শাহ। দীর্ঘ ১৩ মাস পর ফের ক্রিকেটের রাজকীয় এই ফরম্যাট মাতাবেন তিনি।

সবশেষ সিরিজ থেকে ইমাম–উল–হক, ফাহিম আশরাফ, মোহাম্মদ নওয়াজ, নোমান আলী ও সাজিদ খান বাদ পড়েছেন। এ ছাড়া চোটের কারণে স্কোয়াডে জায়গা পাননি পেসার হাসান আলী ও মোহাম্মদ ওয়াসিম আলী জুনিয়র।

আগামী ৯ আগস্ট পাকিস্তান সফরে যেতে পারে বাংলাদেশ। অন্যদিকে গত ৬ আগস্ট পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশ ‘এ’ দলের। সেখানে দুটি চার দিনের ম্যাচ ও তিনটি ৫০ ওভারের ম্যাচ খেলার কথা তাদের। কিন্তু দেশের পরিস্থিতির কারণে সফরটি পিছিয়ে ৯ আগস্ট সম্ভাব্য সূচি করা হয় । বাংলাদেশ-পাকিস্তান জাতীয় দলের টেস্ট সিরিজের প্রথমটি ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে এবং পরেরটি ৩০ আগস্ট করাচিতে গড়াবে।

জানা গেছে, ‘এ’ দলের দ্বিপাক্ষিক সিরিজেও পরিবর্তন হতে যাচ্ছে। সফরে বিলম্ব হওয়ায় নতুন করে সূচি সাজানো হচ্ছে। 

পূর্বের সূচি অনুযায়ী, আগামী ১০ ও ১৮ আগস্ট দুটি চার দিনের ম্যাচ হওয়ার কথা ছিল। এরপর ২৩, ২৫ ও ২৭ আগস্ট তিনটি ওয়ানডে ম্যাচ খেলার কথা ছিল।
এই বিভাগের আরও খবর
অ্যান্টিগার ‘সেই বিভীষিকা’ মাথায় নিয়ে খেলতে নামছে টাইগাররা

অ্যান্টিগার ‘সেই বিভীষিকা’ মাথায় নিয়ে খেলতে নামছে টাইগাররা

জাগোনিউজ২৪
মার্তিনেজের গোলে জয়ে ফিরল আর্জেন্টিনা

মার্তিনেজের গোলে জয়ে ফিরল আর্জেন্টিনা

দৈনিক ইত্তেফাক
তীরের গোলে তরী পার স্পেনের

তীরের গোলে তরী পার স্পেনের

ভোরের কাগজ
অ্যান্টিগায় প্রস্তুতি ম্যাচে হ্যাটট্রিক করে আলোচনায় হাসান মুরাদ

অ্যান্টিগায় প্রস্তুতি ম্যাচে হ্যাটট্রিক করে আলোচনায় হাসান মুরাদ

বণিক বার্তা
সীমিত সংস্করণে ফুল এনার্জি দিতেই টেস্টকে বিদায় ইমরুলের

সীমিত সংস্করণে ফুল এনার্জি দিতেই টেস্টকে বিদায় ইমরুলের

কালের কণ্ঠ
বিসিবি এখন জোড়াতালি দিয়ে চলছে : ক্রীড়া উপদেষ্টা

বিসিবি এখন জোড়াতালি দিয়ে চলছে : ক্রীড়া উপদেষ্টা

জনকণ্ঠ
ট্রেন্ডিং
  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও সিন্ডিকেটের বিরুদ্ধে 'বস্তায় বস্তায় ঘুষ' নেওয়ার অভিযোগ: দুদকের অনুসন্ধান শুরু

  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া