হাজার হাজার চাকরিপ্রার্থীরা প্রাথমিক শিক্ষকের চাকরি পাবার আশায় বছরের পর বছর আন্দোলন, মামলা করেছেন। তবে সম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, ২০০৯ সালের প্যানেলভুক্ত ৬২২ জন যোগ্য চাকরিপ্রার্থী হাতে নিয়োগপত্র পেয়েও চাকরিতে যোগ দেননি। যাতে অবাক অনেকে।
জানা গিয়েছে, ২০০৯ সালের টেস্ট উত্তীর্ণদের মধ্যে থেকে দক্ষিণ ২৪ পরগনার ১৫০৬ জন যোগ্য প্রার্থীকে প্রাথমিক শিক্ষক হিসেবে কাজে যোগ দেওয়ার জন্য নিয়োগপত্র দেওয়া হয় গত বছর নভেম্বরে। তবে তাঁদের মধ্যে থেকে ৬২২ জন প্রাথমিক শিক্ষক পদে নিয়োগপত্র পেয়েও কাজে যোগ দেননি বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, ২০০৯ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বাতিল হয়েছিল একাধিক অনিয়মের অভিযোগে। সেই বছরে যে সকল চাকরিপ্রার্থীরা ভাইভার জন্য আবেদন জানিয়েছিলেন, তাঁদের ২০১৪ সালে ফের একবার পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হয়। ২০০৯ সালের প্রায় আট হাজারের মতো চাকরিপ্রার্থী পরীক্ষা দিয়েছিল সেবারে। ২০১৫ সালে মে মাসে তাঁদের ভাইভা নেওয়া হয়েছিল। এবার রাজ্য শিক্ষা দফতরে চূড়ান্ত প্যানেল জমা দেওয়া হয়েছিল। তবে এরপরও বারবার এই নিয়ে মামলা হয়। যার জেরে শেষমেশ প্রকাশ করা যায়নি ২০১৫ সালে তৈরি তালিকা।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়