ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শেষ ষোলোর ম্যাচে আধিপত্য দেখিয়ে ওয়েলসকে বড় ব্যবধানে হারালো ডেনমার্ক। এই জয়ে শেষ আটও নিশ্চিত হয়ে গেল ডেনিশদের। শনিবার আমস্টারস্টাম অ্যারেনায় ৪-০ গোলে জিতেছে ডেনমার্ক। ২০০৪ সালের পর এই প্রথম মহাদেশীয় প্রতিযোগিতাটির শেষ আটে পা রাখল ডেনিশরা।
এ-গ্রুপের দ্বিতীয় দল হিসেবে শেষ ষোলোয় আসা ওয়েলস বি-গ্রুপের দ্বিতীয় দল ডেনমার্কের বিপক্ষে নামে ইতালির কাছে গ্রুপের শেষ ম্যাচে পরাজিত হওয়া একাদশে তিনটি রদবদল নিয়ে। অন্যদিকে গ্রপের শেষ ম্যাচে রাশিয়াকে ৪-১ গোলে হারানো প্রথম একাদশে দু'টি বদল করে ডেনমার্ক।
খেলায় প্রথম আক্রমণ শানায় ডেনমার্ক। অষ্টম মিনিটের মাথায় ওয়েলসের পোস্ট লক্ষ্য করে শট নেন ডলবার্গ। শট লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর পাল্টা আক্রমণে দ্বাদশ মিনিটের মাথায় ফের ডেনমার্কের শেষ রক্ষণ ভেদ করার চেষ্টা করেন বেল। যদিও তার বাঁ-পায়ের শট মাঠের বাইরে চলে যায়। ১৮তম মিনিটে জেমসের শট প্রতিহত করেন ড্যানিশ গোলরক্ষক।
ম্যাচের ২৮তম মিনিটে এগিয়ে যায় ডেনমার্ক। ড্যামসগার্ডের পাস থেকে ওয়েলসের জালে বল জড়ান ক্যাসপার ডলবার্গ। ১৯৯২ সালের পর ইউরোর নক-আউটে এই প্রথম গোল করল ডেনমার্ক। ৩২ মিনিটে ডলবার্গের শট প্রতিহত করেন ওয়েলসের গোলরক্ষক ওয়ার্ড।
ডেনমার্ক দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক খেলতে শুরু করে। শুরুতেই ফের গোল করলেন ক্যাসপার ডলবার্গ। ৪৮তম মিনিটের মাথায় ওয়েলসের জালে দ্বিতীয়বার বল জড়ান তিনি। ৫৩তম মিনিটে গোলের চেষ্টায় মরিয়া গ্যারেথ বেল শট নেন ডেনমার্কের পোস্ট লক্ষ্য করে। কিন্তু শট লক্ষ্যভ্রষ্ট হয়। ৮১তম মিনিটে ব্রাথওয়েটের শটে ক্রসবারের উপর দিয়ে উড়ে যায় বল।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়