চীন-রাশিয়ার ওপর নির্ভরশীলতা বাড়ছে

করোনাবিধ্বস্ত বিশ্বের দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলোর আশা-ভরসার কেন্দ্র হয়ে উঠেছিল ভারত। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত কভিডের টিকা সরবরাহের জন্য ভারতের সেরাম ইনস্টিটিউটের ওপরই নির্ভর করেছিল দেশগুলো। কিন্তু কাঁচামাল সংকটসহ বিভিন্ন কারণে দেশটির স্থানীয় চাহিদাই মেটাতে পারছে না সেরাম। অন্যদিকে ভারতের কেন্দ্রীয় সরকারও টিকা রফতানির ওপর সাময়িক নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। এ অবস্থায় টিকার জন্য এখন বেইজিং ও মস্কোর ওপরই নির্ভরশীল হয়ে উঠছে উন্নয়নশীল ও দরিদ্র দেশগুলো। দেশ দুটিও এখন অকাতরে টিকা বিলিয়ে যাচ্ছে। এমনকি লাইসেন্সিংয়ের ভিত্তিতে টিকার প্রযুক্তিও ভাগাভাগি করছে।

যদিও শুরুর দিকে চীন ও রাশিয়ার টিকা নিয়ে বিশ্বব্যাপী আগ্রহ ছিল খুব কম। পশ্চিমা গণমাধ্যমও দেশ দুটির টিকার কার্যকারিতা নিয়ে সন্দেহ প্রকাশ করে নানা প্রতিবেদন-নিবন্ধ প্রকাশ করেছে। কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলো তাদের সংগৃহীত টিকা অন্যদের সঙ্গে ভাগাভাগি খুব একটা ইচ্ছুক নয়। এ অবস্থায় প্রত্যাশার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে ভারত।

করোনার টিকা বাজারে আসার আগে থেকেই দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলোর ভারতকেন্দ্রিক প্রত্যাশা ছিল অনেক বেশি। এসব দেশে সুলভে সরবরাহের শর্তে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা উৎপাদনের লাইসেন্স নিয়েছিল ভারতের সেরাম ইনস্টিটিউট। এর বাইরেও দেশগুলোর টিকাপ্রাপ্তি নিশ্চিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গঠিত কোভ্যাক্স ফ্যাসিলিটিতেও টিকা সরবরাহের কথা ছিল ভারতের। এর ভিত্তিতেই দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও গত বছরের অক্টোবরে বলেছিলেন, বৈশ্বিক ফার্মেসিতে রূপ নিতে যাচ্ছে ভারত। এ অনুযায়ী চলতি বছরের শুরুর দিকে বিভিন্ন দেশে এ টিকা বিনা মূল্যেও পাঠিয়েছে দেশটি। এ নিয়ে বিশ্বব্যাপী দেশটির এক ধরনের ইতিবাচক ভাবমূর্তি তৈরি হয়েছিল। ওই সময় ডব্লিউএইচওর মহাসচিব টেড্রোস অ্যাডহ্যানম গেব্রেইসুসও জানুয়ারিতে এক টুইট বার্তায় ‘বৈশ্বিক কভিড-১৯ মোকাবেলায় সহায়তা অব্যাহত রাখার জন্য’ ভারত ও নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছিলেন।

কিন্তু শেষ পর্যন্ত দেখা যায়, সেরাম ইনস্টিটিউট ভারতের স্থানীয় চাহিদা পূরণেই হিমশিম খেয়ে যাচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের কাঁচামাল রফতানি বন্ধের সিদ্ধান্ত এ সংকটকে আরো ঘনীভূত করে তোলে। এ অবস্থায় ভারত টিকা রফতানি বন্ধ করে দেয়। এমনকি টিকা ক্রয় বাবদ আগাম অর্থ পরিশোধ করে রাখা দেশগুলোতেও সরবরাহ বন্ধ করে দেয় সেরাম।

অন্যদিকে দরিদ্র ও উন্নয়নশীল টিকার সংকট চীন ও রাশিয়ার সামনে বড় ধরনের সুযোগ তৈরি করে দেয়। এ সুযোগের সদ্ব্যবহারও করে দেশ দুটি। বর্তমানে নিজ নিজ টিকাকে কাজে লাগিয়ে বিশ্বব্যাপী কূটনৈতিক প্রভাব বাড়িয়ে তুলছে বেইজিং ও মস্কো। একই সঙ্গে বৈশ্বিক পরিমণ্ডলে নিজস্ব সক্ষমতা প্রদর্শনের পাশাপাশি নিজেদের পরিত্রাতা ভাবমূর্তি তৈরিতেও সফল হয়েছে চীন ও রাশিয়া।

বিভিন্ন মাধ্যমে প্রকাশিত তথ্য বলছে, এখন পর্যন্ত বিশ্বের ৮০টিরও বেশি দেশে টিকা সরবরাহ করেছে চীন। এর মধ্যে একেবারে বিনা মূল্যে টিকা পেয়েছে ৫৩টি দেশ। এ তালিকায় যেমন আফ্রিকার দরিদ্র ও উন্নয়নশীল দেশ রয়েছে, তেমনি রয়েছে ফিলিপাইন ও পাকিস্তানের মতো এশিয়ার ভূরাজনীতিতে কৌশলগত গুরুত্বসম্পন্ন দেশও। এছাড়া দেশটি থেকে টিকা ক্রয় করেছে ২৭টি মধ্যম আয়ের দেশ। টিকার এ কূটনীতির মাধ্যমে করোনার উত্পত্তিস্থলের বদনাম অনেকটাই ঘুচিয়ে দিয়েছে চীন। এর পরিবর্তে নিজের মহামারী থেকে পরিত্রাণকারীর ভাবমূর্তি তৈরিতে অনেকটাই সক্ষম হয়েছে দেশটি।

বিশ্লেষকরা বলছেন, ভারত এখন নিজেই নিজের প্রয়োজন মেটাতে পারছে না। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নসহ (ইইউ) পশ্চিমারাও এখন এ বিষয়ে নিজেদের ছাড়া অন্য কিছু ভাবছে না। ফলে বিশ্বের দরিদ্রতম ও সবচেয়ে নাজুক জনগোষ্ঠীগুলো এখন সবচেয়ে বেশি ঝুঁকিতে। এ অবস্থায় টিকার সরবরাহ শূন্যতা পূরণের জন্য বেইজিংয়ের প্রতিই মুখাপেক্ষী হয়ে থাকতে হচ্ছে তাদের। তাছাড়া চীন নিজেও বেশ কঠোর ও সফলভাবে মহামারী নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। এ কারণে ভ্যাকসিন সরবরাহের মাধ্যমে দেশটির স্থানীয় সরবরাহ ব্যবস্থায় চাপ পড়ার সম্ভাবনা খুব কম।
এই বিভাগের আরও খবর
এক্সিমের সঙ্গে একীভূত হলো পদ্মা ব্যাংক

এক্সিমের সঙ্গে একীভূত হলো পদ্মা ব্যাংক

যুগান্তর
চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানিতে উৎসে কর অর্ধেক

চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানিতে উৎসে কর অর্ধেক

প্রথমআলো
সাগরে তেল-গ্যাস অনুসন্ধান - ইউরোপ আমেরিকা এশিয়ার ৫৫ কোম্পানিকে আমন্ত্রণ পেট্রোবাংলার

সাগরে তেল-গ্যাস অনুসন্ধান - ইউরোপ আমেরিকা এশিয়ার ৫৫ কোম্পানিকে আমন্ত্রণ পেট্রোবাংলার

বণিক বার্তা
ব্যবসা করতে হলে দেশের আইন মেনে করতে হবে

ব্যবসা করতে হলে দেশের আইন মেনে করতে হবে

মানবজমিন
চিনির বাজারে উত্তাপ থাকলেও পর্যাপ্ত আমদানি

চিনির বাজারে উত্তাপ থাকলেও পর্যাপ্ত আমদানি

বণিক বার্তা
জ্বালানি তেলের দামে ‘বিরাট পরিবর্তন’ আসছে: প্রতিমন্ত্রী

জ্বালানি তেলের দামে ‘বিরাট পরিবর্তন’ আসছে: প্রতিমন্ত্রী

যুগান্তর
ট্রেন্ডিং
  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া

  • অবিশ্বাস্য কীর্তিতে হাজার রানের ক্লাবে এনামুল বিজয়