বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নাজমুল হাসান পাপন বলেছেন, সিরাম ইনস্টিটিউট, বাংলাদেশ সরকার ও বেক্সিমকোর মধ্যে যেহেতু চুক্তি হয়ে গিয়েছে, টিকা আসতে সমস্যা হওয়ার কোনো কারণ নেই। সিরামের পক্ষ থেকেও এমন কোনো ইঙ্গিত দেয়া হয়নি যে করোনার টিকা আসতে দেরি হতে পারে।
ভারত সরকারের টিকা রফতানিতে নিষেধাজ্ঞা আরোপের খবর নিয়ে জানতে চাইলে গতকাল তিনি গণমাধ্যমকর্মীদের এ কথা বলেন নাজমুল হাসান পাপন। তিনি বলেন, যে নিউজটার কথা উঠেছে, আমিও শুনেছি। আমি, আমরা এখনো এটি নিয়ে অত চিন্তিত না। কারণ আমাদের চুক্তি হয়ে গেছে। চুক্তিতে পরিষ্কার বলা রয়েছে, আমাদের দেশে অনুমোদন দেয়ার এক মাসের মধ্যে তাদের (সিরাম ইনস্টিটিউট) টিকা দিতে হবে। এটি একটি আন্তর্জাতিক চুক্তি।
তিনি বলেন, চুক্তি যেহেতু হয়ে গিয়েছে, এটাতে কোনো সমস্যা হওয়ার কারণ নেই। এটা নিয়ে আজ সিরামের সঙ্গেও কথা হয়েছে। তারা এমন কোনো ইঙ্গিত দেয়নি যে করোনার টিকা আসতে দেরি হতে পারে। সরকার যদি নিয়মকানুন মেনে অনুমোদন দিয়ে দেয়, এক মাসের মধ্যে টিকা আসবে। এর নিয়ন্ত্রণের দিকটা বাংলাদেশ সরকারের ওপর নির্ভর করছে।
নাজমুল হাসান জানান, অনুমোদন পাওয়ার পর প্রতি মাসে ৫০ লাখ করে করোনা টিকা দেয়া যাবে। এলসি বা এগ্রিমেন্ট যা হয়েছে, তা দিতেই হবে। ভারত সরকার যা বলেছে, তা লজিক্যাল, ওদের দেশের মানুষকে না দিয়ে রফতানি করা যাবে না। কিন্তু ভারত সরকার যা অনুমোদন দিয়েছে, সেটি হলো স্থানীয় বাজারের জন্য জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমোদন। এটা সব দেশে তা-ই লেখে। আমার ধারণা, এটা কেউ ভুল করছে। ওখানে কোথাও লেখা নেই যে এক্সপোর্ট করতে পারবে কি পারবে না। তবে এক্সপোর্টের ওপর একটি বার দিতেই পারে।
এই বিভাগের আরও খবর
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়