তামিলনাড়ূ প্রিমিয়ার লিগে ধারাভাষ্য দিতে দিতেই বাংলাদেশ থেকে ফোন পেয়েছিলেন শ্রীধরন শ্রীরাম। বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজনই তাঁকে প্রস্তাব দিয়েছিলেন বাংলাদেশ দলের কোচিং স্টাফে যোগ দেওয়ার। তার পর কয়েক দিনের মধ্যেই অনেক কিছু বদলে যায়। শ্রীরাম এখন সাকিবদের দলের প্রধান দায়িত্বে। আর চাকরিতে যোগ দিয়েই নিজের ভাবনা আর পরিকল্পনা কাজে লাগাতে শুরু করেছেন। নিজের পরিচিত চেন্নাইয়ের দুই উঠতি লেগ স্পিনারকে ডেকে এনেছেন দুবাইয়ে।
বৃহস্পতিবার সাকিবদের নেটে সেই দুই ভারতীয় লেগ স্পিনার বল করে গেলেন মুশফিকদের। হাতে সময় খুব বেশি নেই, মঙ্গলবারই আফগানিস্তানের বিপক্ষে এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবেন সাকিবরা। ঢাকা থেকে কয়েকদিনের অনুশীলন করে গেলেও সেখানে ছিলেন না কোনো লেগ স্পিনার। অথচ আফগানদের সঙ্গে খেলতে নামলে রশিদ খান এবং শ্রীলঙ্কার বিপক্ষে ভানিন্দু হাসারাঙ্গা হতে পারেন টাইগারদের মূল চ্যালেঞ্জ।
অথচ অনুশীলনে তাঁরা কোনো লেগ স্পিনারকেই খেলছেন না। এ খবর জেনেই চেন্নাই থেকে ওই দুই লেগ স্পিনারকে ডেকে এনেছেন শ্রীরাম। যার একজন ডানহাতি আরেকজন বাঁহাতি রিস্ট স্পিনার। দুবাই থেকে টিম ম্যানেজমেন্টের খবর, নেটে দুই লেগ স্পিনারকে ভালো খেলেছেন এনামুল হক বিজয় আর আফিফ হোসেন ধ্রুব। দু'জনই লেগ স্পিনারদের বাউন্ডারি হাঁকাতে পেরেছেন। একটু ভোগান্তি পোহাতে হয়েছে নাঈম শেখকে। তবে হাতে আরও তিনটি সেশন রয়েছে অনুশীলনের। তার মধ্যেই যতটা প্রস্তুতি সারা যায়, সেই চেষ্টাই করছেন সাকিবরা।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়