চেলসিকে হারিয়ে শিরোপা জিতল লিভারপুল

ওয়েম্বলি স্টেডিয়ামে কারাবাও কাপের ফাইনালে সোমবার শ্বাসরুদ্ধকর ম্যাচে চেলসির বিপক্ষে টাইব্রেকারে ১১-১০ ব্যবধানে জয় পেয়েছে লিভারপুল। নির্ধারিত সময়ের ম্যাচে দুদলই অনেক সহজ নষ্ট করে। দ্বিতীয়ার্ধে জোয়েল মাতিপের একটি গোল এবং অতিরিক্ত সময়ে লুকাকোর একটি গোল অফসাইডের কারণে বাতিল হলে ০-০ ড্র নিয়েই খেলা শেষ হয়। নির্ধারিত সময়ে গোল না হাওয়ায় খেলা টাইব্রেকারের গড়ালে শেষ শটে বদলি হিসেবে নামা চেলসি গোলরক্ষক কেপা পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হলে কারাবাও কাপের শিরোপা জয়ের উল্লাসে মেতে উঠে লিভারপুল।

প্রথমার্ধের ৬ মিনিটের মাথায় এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল চেলসি। বক্সের সামনে থাকে বল পেয়ে কাই হাভার্টজ তা বাড়িয়ে দেন ডানপাশে থাকা চেলসি অধিনায়ক সিজির আজপিলিকুয়েতাকে। চেলসির এ ডিফেন্ডার ডান পাশ থেকে বল বাড়িয়ে দিলে ক্রিশ্চিয়ান পুলিসিচ বাঁ পায়ে শট নেন। কিন্তু লিভারপুল গোলকিপার কাওমিন কেলেহার দারুণভাবে তা ঠেকিয়ে দেন।

১৮ মিনিটে আলেক্সান্ডার আরনোল্ডের মিডফিল্ড থেকে করা ক্রসে সহজ একটি হেডের সুযোগ পেয়েও মিস করেন সাদিও মানে। ম্যাচের ২৬ মিনিটে বক্সের বাইরে থেকে কেইতার ডান পায়ের জোরালো শট চেলসি গোলরক্ষক মেন্দি ঠেকিয়ে দিলে বল চলে যায় বক্সের বাঁ পাশে ফাঁকা থাকা সাদিও মানের কাছে। সাদিও মানে দ্বিতীয়বার শট নিলে তা আবার ঠেকিয়ে দেন তার স্বদেশী গোলরক্ষক মেন্দি।

প্রথমাধের শেষদিকে আরো একবার এগিয়ে যাওয়ার সুযোগ পায় চেলসি। ম্যাচের ৪৫ মিনিটে ডানপাশ থেকে বাড়ানো বলে গোলরক্ষককে একা পেয়েও সরাসরি ডান পায়ের শটে পোস্টের বাইরে মারেন মেসন মাউন্ট।

দ্বিতীয়ার্ধের শুরুতেই চেলসি আরো একবার এগিয়ে যাওয়ার সুযোগ পায়। ৪৭ ও ৪৮ মিনিটে পরপর দুইবার আক্রমণ করে চেলসি। ৪৭ মিনিটে হাভার্টজের দারুণ এক ক্রসে কেউ পা লাগাতে পারেনি। এরপর ৪৮ মিনিটে চেলসির হয়ে ম্যাচের সবচেয়ে সহজ সুযোগটা মিস করেন মেসন মাউন্ট। ক্রিশ্চিয়ান পুলিসিকের চিপে গোলরক্ষক কেলেহারকে ওয়ান-ওন-ওয়ানে পেয়ে যান মাউন্ট। কিন্তু এবার তার ডান পায়ের শট পোস্টে লেগে ফিরে আসে। ৫৭ মিনিটে বক্সের বাম পাশ থেকে মাউন্টের আরো একটি ঠেকিয়ে দেন কেলেহের।

ম্যাচের ৬৪ তম মিনিটে লিভারপুলের হয়ে সবচেয়ে সহজ সুযোগ মিস করেন লিভারপুল। মোহম্মদ সালাহ এবার বক্সের ভেতর চেলসি গোলরক্ষক মেন্দিকে ওয়ান-অন-ওয়ান পজিশনে পেয়ে যান। কিন্তু তার বাম পায়ের চিপ গোললাইন পর্যন্ত পৌঁছার আগেই দারুণভাবে ক্লিয়ার করেন থিয়াগো সিলভা। ৬৭ মিনিটে লিভারপুলের জোয়েল মাতিপ হেডে গোল করলেও ভিএআরের সাহায্য নিয়ে তা বাতিল করে দেন রেফারি। নির্ধারিত সময়ের খেলা ০-০ তে ড্র থাকলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।
অতিরিক্ত সময়ের ৭ মিনিটে লুকাকুর গোলে চেলসির এগিয়ে যাওয়ার সুযোগ থাকলেও রেফারি অফসাইড কারণে গোলটি বাতিল করেন। অতিরিক্ত সময়ের খেলাও শেষ হয় ০-০ ড্র তে। ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

অতিরিক্ত সময়ের খেলা শেষ হওয়ার আগেই টাইব্রেকারের কারণে চেলসি মাঠে নামায় স্প্যানিশ গোলরক্ষক কেপা আরজিবালাগাকে।
এই বিভাগের আরও খবর
আর্সেনাল, সিটির সঙ্কট ছাড়া পথ নেই লিভারপুলের

আর্সেনাল, সিটির সঙ্কট ছাড়া পথ নেই লিভারপুলের

কালের কণ্ঠ
৯৭ মিনিটে গোল, অপরাজিতই থাকলো লেভারকুসেন

৯৭ মিনিটে গোল, অপরাজিতই থাকলো লেভারকুসেন

ভোরের কাগজ
রিয়ালের কাছে হেরে যা বললেন বার্সা কোচ

রিয়ালের কাছে হেরে যা বললেন বার্সা কোচ

যুগান্তর
১০ জনের বার্সাকে হারিয়ে সেমিতে পিএসজি

১০ জনের বার্সাকে হারিয়ে সেমিতে পিএসজি

মানবজমিন
ড্রয়ে শেষ হলো লিভারপুল-ম্যানইউ ম্যাচ, শীর্ষেই থাকল আর্সেনাল

ড্রয়ে শেষ হলো লিভারপুল-ম্যানইউ ম্যাচ, শীর্ষেই থাকল আর্সেনাল

কালের কণ্ঠ
৪০ বছর পর কোপা দেল রে শিরোপা জিতলো অ্যাথলেটিক

৪০ বছর পর কোপা দেল রে শিরোপা জিতলো অ্যাথলেটিক

জাগোনিউজ২৪
ট্রেন্ডিং
  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া

  • অবিশ্বাস্য কীর্তিতে হাজার রানের ক্লাবে এনামুল বিজয়