ঘরের মাঠে প্রথমার্ধে নিজেদের উজাড় করে খেললো চেলসি। রিয়াল মাদ্রিদের জমাট রক্ষণে তাদের আক্রমণ প্রতিহত হলো প্রত্যেকবার। এমনকি নিজেদের ব্যর্থতায় বেশ কয়েকবার নিশ্চিত গোলের সুযোগও হাতছাড়া হলো। দ্বিতীয়ার্ধে নিজেদের স্বরূপে ফেরা রিয়াল তুলে নিলো জোড়া গোল।
মঙ্গলবার (১৮ এপ্রিল) চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টারের ফিরতি লেগে রিয়ালের বিপক্ষে ০-২ গোলে হেরেছে চেলসি। এর আগে প্রথম লেগেও একই স্কোরলাইন ছিল। ফলে দুই লেগ মিলিয়ে ৪-০ গোলের ব্যবধানে জিতে সেমিফাইনালে উঠলো রিয়াল।
ম্যাচের ১২তম মিনিটে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পায় চেলসি। কিন্তু পোস্টের একদম সামনে থেকে নেওয়া মিডফিল্ডার কন্তের শট লক্ষ্যভ্রষ্ট হলে সেই সুযোগ হাতছাড়া হয় তাদের।
প্রথমার্ধের শেষ মিনিটে চেলসির আরেকটি আক্রমণ প্রতিহত করেন রিয়াল গোলরক্ষক থিবো কর্তোয়া। মার্ক কুকুরেল্লার শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন রিয়ালের বেলজিয়ান গোলরক্ষক।
ম্যাচের ৫৮তম মিনিটে লিড পায় রিয়াল। ৫৮তম মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের বাড়িয়ে দেওয়া বল বক্স থেকে জালে পাঠান রিয়ালের তরুণ রদ্রিগো।
৮০তম মিনিট ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন এই ব্রাজিলিয়ান। তখনই ছিটকে পড়া নিশ্চিত হয় চেলসির। শেষ পর্যন্ত চেলসি আর ঘুরে দাঁড়াতে পারেনি। ফলে দুই লেগ মিলিয়ে ৪-০ গোলের ব্যবধানে জিতে সেমিফাইনালে উঠলো রিয়াল
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়