চোটের কারণে ছয় সপ্তাহের জন্য ক্রিকেট থেকে ছিটকে গেছেন সাকিব আল হাসান। চোটমুক্ত হয়ে পুনর্বাসনে লেগে যেতে পারে আরও কয়েক দিন। সে ক্ষেত্রে আফগানিস্তানের বিপক্ষে হোম সিরিজে টেস্ট খেলা হবে না বাঁহাতি এ অলরাউন্ডারের।
১৪ জুন থেকে ১৭ জুলাই হবে আফগানিস্তানের বিপক্ষে হোম সিরিজটি। ১৪ থেকে ১৮ জুন হবে একমাত্র টেস্ট ম্যাচ। জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলামের পর্যবেক্ষণ অনুযায়ী, ততদিনে আঙুলের চিড় সারবে না। সে ক্ষেত্রে পুরো জুন মাসই চোট পরিচর্যা করে যেতে হবে সাকিবকে। জুলাই মাসের প্রথম দিকে হয়তো ব্যাট হাতে নিতে পারবেন। নেটে জড়তাহীন এক-দুটি সেশন অনুশীলন করতে পারলে ওয়ানডে আর টি২০ সিরিজ খেলতে পারেন।
নির্বাচক হাবিবুল বাশার আশা করছেন, আফগানিস্তানের বিপক্ষে সীমিত ওভারের ক্রিকেটে খেলতে পারবেন সাকিব। তিন ম্যাচ ওয়ানডে সিরিজ শুরু হবে জুলাইয়ে। সবার শেষে হবে টি২০ ম্যাচ দুটি। টেস্টের পর কোরবানি ঈদের জন্য একটু বিরতি থাকবে। আশা করি, এ সময়ের ভেতরে চোট ভালো হয়ে যাবে।
আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ফিল্ডিংয়ে লাফানো বল ধরতে গিয়ে আঙুলে আঘাত পান সাকিব। এক্স-রেতে চোটাক্রান্ত আঙুলের হাড়ে চিড় ধরা পড়ে। সূক্ষ্ম চিড় হলে সাধারণত চার সপ্তাহ বিশ্রামে থাকতে হয় বলে জানান বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়