লা লিগায় লুকা মদরিচের দর্শনীয় এক গোল নিয়ে চলছে আলোচনা। তাও আবার সোশ্যাল মিডিয়ায়। ক্রোয়াট মিডফিল্ডারের প্রশংসায় ভাসার দিনে রিয়াল মাদ্রিদের জয়টাও এসেছে বিশাল ব্যবধানে। চার তারকার ঝলসে উঠার দিনে রিয়াল ৪-১ গোলে বিধ্বস্ত করেছে সেল্তা ভিগোকে।
বদলি হওয়ার সময় ভক্তদের ভালোবাসাতেও সিক্ত হন মদরিচ। তার মাঠ ছেড়ে যাওয়ার সময় কড়তালিতে অভিবাদন জানান তারা। হবে না কেন? ২০০৩-০৪ থেকে বসনিয়া, ক্রোয়েশিয়া, ইংল্যান্ড ও স্পেন- যেখানেই খেলেছেন, প্রতিটি মৌসুমে গোল করে অবদান রেখেছেন তিনি।
১৪ মিনিটে রিয়ালের প্রথম গোলটা বলতে হবে ভাগ্যপ্রসূত। ডি বক্সে হাতে বল লাগে সেল্তা ডিফেন্ডার রেনাতোর। ভিএআর থেকে পরে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিকে স্কোর ১-০’ও করে নেন বেনজিমা। অবশ্য ভাগ্য সহায় ছিল সেল্তার বেলায়ও। ২৩ মিনিটের দিকে বল হাতে লাগে রিয়ালের ব্রাজিল ডিফেন্ডার এদেরমিলিতাওয়ের। সেই পেনাল্টি থেকে ম্যাচে সমতা ফেরান ইয়াগো আসপাস।
তার পরেই হয়েছে মদরিচের দর্শনীয় সেই আলোচিত গোল। ডেভিড আলাবার পাসে ২৫ গজ দূর থেকে টপ কর্নার কাঁপিয়ে দেন ৩৬ বছর বয়সী ক্রোয়াট তারকা।
দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে তো তৃতীয় গোলটিও বানিয়ে দিতে অবদান ছিল তার। মদরিচের থ্রু বল ধরে স্কোর ৩-১ করেছেন ভিনিসিয়ুস। ৬৬ মিনিটে চতুর্থ গোলটি করেন ভালভারদে।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়