জাতীয় স্কুল ক্রিকেটে শিরোপাজয়ীদের ফুল ও মিষ্টিমুখ করিয়ে বরণ

একে একে বাস থেকে নেমে আসে খুদে ক্রিকেটাররা। গায়ে সাদা ও সবুজ রঙের জার্সি। সবার মুখ হাসিমাখা। হাত তুলে কেউ দেখাচ্ছে বিজয় চিহ্ন, কেউবা উচ্ছ্বসিত হয়ে করছে হইহুল্লোড়। ফুলের মালা গলায় পরিয়ে ও মিষ্টিমুখ করিয়ে শিরোপাজয়ী ক্রিকেটারদের বরণ করে নেন শিক্ষক ও অভিভাবকেরা। আজ বুধবার সকাল সোয়া ১০টায় দিনাজপুর শহরের কালীতলা এলাকায় প্রেসক্লাবের মাঠে একাডেমি স্কুলের শিরোপা জয়ের নায়কদের এভাবেই বরণ করা হয়।

প্রাইম ব্যাংক ইয়াং টাইগারস অনূর্ধ্ব-১৬ জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতায় প্রথমবারের মতো দিনাজপুরের কোনো স্কুল শিরোপা জিতেছে। খুদে ক্রিকেটাররা এর আগে গতকাল রাত ১১টায় ঢাকা থেকে হানিফ পরিবহনের একটি বাসে দিনাজপুরের দিকে রওনা হয়। কথা ছিল সকাল আটটার মধ্যে দিনাজপুরে পৌঁছানোর কথা। বৃষ্টিস্নাত রাস্তায় গাড়ির ধীরগতির কারণে সকাল সোয়া ১০টায় প্রেসক্লাবের মাঠে এসে পৌঁছায় তারা।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন দিনাজপুর একাডেমি স্কুলের সভাপতি চিত্ত ঘোষ, প্রধান শিক্ষক লক্ষ্মী কান্ত রায়, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, সাংবাদিক আনিস হোসেনসহ শিক্ষক ও অভিভাবকেরা। গাড়ি থেকে নামার পর ক্রিকেটার ছেলে ফাহিম হোসেনকে জড়িয়ে ধরেন মা ফিরোজা বেগম। ছেলের সফলতায় মায়ের চোখে আনন্দের অশ্রু। ফিরোজা বলেন, ‘ভোরে ঘুম ভাঙছে। ছেলের জন্য অপেক্ষা করতেছি। ওর চাচিও বারবার খোঁজ নিচ্ছে। ফোন করতেছে। অনেক ভালো লাগতেছে।’ স্কুলশিক্ষক বাবার দুই সন্তানের মধ্যে ফাহিম বড়।

সেখানে এক প্রতিক্রিয়ায় দলটির অধিনায়ক মারুফ হোসেন বলে, ‘শিরোপাটি আমাদের জন্য মাইলফলক হিসেবে কাজ করবে। ক্রিকেটের প্রতি আমাদের উৎসাহ ও উদ্দীপনা বাড়িয়ে দিয়েছে। দলের সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা জয় পেয়েছি। সবাই আমাদের সাপোর্ট করেছেন। ভীষণ ভালো লাগার দিন আজ।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক লক্ষ্মী কান্ত রায় বলেন, ছেলেদের এমন সফলতা একজন শিক্ষকের জন্য এটা অনেক বড় প্রাপ্তির। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সঙ্গে আলাপ করে শিগগির তাদের জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা করা হবে।
এই বিভাগের আরও খবর
বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালা প্রণয়নের নির্দেশ

বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালা প্রণয়নের নির্দেশ

বাংলা ট্রিবিউন
কোনো জেলায় তাপমাত্রা ৪২ ডিগ্রির বেশি হলে সেখানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হতে পারে- শিক্ষামন্ত্রী

কোনো জেলায় তাপমাত্রা ৪২ ডিগ্রির বেশি হলে সেখানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হতে পারে- শিক্ষামন্ত্রী

মানবজমিন
শনিবার সাপ্তাহিক ‘ছুটিই থাকছে’ প্রাথমিক বিদ্যালয়ে

শনিবার সাপ্তাহিক ‘ছুটিই থাকছে’ প্রাথমিক বিদ্যালয়ে

জাগোনিউজ২৪
এসএসসি নিয়োগ মামলায় বড় রায় কলকাতা হাইকোর্টের, ২৫৭৫৩ জনের চাকরি বাতিল

এসএসসি নিয়োগ মামলায় বড় রায় কলকাতা হাইকোর্টের, ২৫৭৫৩ জনের চাকরি বাতিল

মানবজমিন
৩৫ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে ইউজিসির সতর্কতা জারি

৩৫ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে ইউজিসির সতর্কতা জারি

জনকণ্ঠ
বুয়েটে রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত স্থগিত

বুয়েটে রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত স্থগিত

দৈনিক ইত্তেফাক
ট্রেন্ডিং
  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া

  • অবিশ্বাস্য কীর্তিতে হাজার রানের ক্লাবে এনামুল বিজয়