জুয়েলকে পিটিয়ে-পুড়িয়ে হত্যার পর পালিয়ে গেছে হোসেন ডেকোরেটরের মালিক?

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারীতে আবু ইউনুস মো. শহীদুন্নবী জুয়েল নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার পর মরদেহ পুড়িয়ে ভস্ম করে ফেলার ভয়াবহ ঘটনায় ব্যাপক আলোচনায় আসা হোসেন ডেকোরেটরের মালিক আবুল হোসেন ওরফে হোসেন আলী এখন নিরুদ্দেশ। এ ঘটনায় তিনটি মামলা দায়েরের পর থেকেই তাকে আর খুঁজে পাচ্ছে না পুলিশ। তিনি কোথাও পালিয়ে গেছেন নাকি আত্মগোপন করেছেন, সে তথ্য কেউ বলতে পারে না। পুলিশ তাকে আটক করেছে, পরিবারের পক্ষ থেকেও এমন দাবি করা হয়নি। পুলিশ কর্মকর্তারাও জানিয়েছেন, আবুল হোসেনকে খুঁজে পাচ্ছেন না তারা। গত বৃহস্পতিবারের ওই অমানবিক ঘটনার পর শনিবার নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলাসহ বুড়িমারী ইউনিয়ন চেয়ারম্যানের পক্ষে তার ইউনিয়ন পরিষদ ভাঙচুরের ঘটনায় দ্বিতীয় এবং ওই হামলার ঘটনার সময় পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে তৃতীয় মামলাটি দায়ের করে। এ তিনটি মামলায় প্রায় ৬শ’ জনকে আসামি করা হলেও তাদের বেশিরভাগই অজ্ঞাত আসামি।

বৃহস্পতিবারের ওই ঘটনাটির শুরু বুড়িমারী বাজারের কেন্দ্রীয় জামে মসজিদে আসরের নামাজের পর। নামাজে অংশ নেন রংপুর থেকে আসা আবু ইউনুস মো. শহীদুন্নবী জুয়েল নামের এক মধ্যবয়স্ক ব্যক্তি। নামাজ শেষে অন্য মুসল্লিরা চলে গেলেও এক বন্ধুসহ তিনি থেকে যান। মানসিক সমস্যা থাকায় তিনি মসজিদের ভেতর অস্ত্র আছে এবং তিনি র‌্যাবের লোক, এ কথা বলেন মসজিদের খাদেম জুবেদ আলীকে। খাদেম বলেন, অস্ত্র খুঁজে পেলে নিয়ে যান। এরপরই জুয়েল মসজিদের ভেতর এদিক-সেদিক ছোটাছুটি করে কল্পিত অস্ত্র খুঁজতে থাকেন। খাদেমের বর্ণনা অনুযায়ী, এ সময় কোরআন শরিফ ও হাদিসের বই রাখার তাকেও খোঁজাখুঁজি করতে দেখা যায় তাকে। তবে জুয়েলকে ওই তাকটি (শেলফ) ঘাঁটাঘাঁটি করতে দেখে মসজিদের মাঠে দাঁড়িয়ে অপর তিন/চার ব্যক্তির সঙ্গে গল্প করতে থাকা হোসেন ডেকোরেটরের মালিক আবুল হোসেন ওরফে হোসেন আলী ছুটে আসেন। মসজিদের খাদেম এবং আবুল হোসেন উভয়েই বাংলা ট্রিবিউনকে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য স্বীকার করেছেন।

এই বিভাগের আরও খবর
প্রধান নির্বাচন কমিশনার হলেন নাসির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার হলেন নাসির উদ্দীন

ভোরের কাগজ
ঝালকাঠি-১ আসনের সাবেক এমপি শাহজাহান ওমর গ্রেফতার

ঝালকাঠি-১ আসনের সাবেক এমপি শাহজাহান ওমর গ্রেফতার

জনকণ্ঠ
জয়কে অপহরণ মামলা : জামিন পেলেন সাংবাদিক শফিক রেহমান

জয়কে অপহরণ মামলা : জামিন পেলেন সাংবাদিক শফিক রেহমান

নয়া দিগন্ত
প্রথমবারের মতো সচিবালয়ে ড. ইউনূস

প্রথমবারের মতো সচিবালয়ে ড. ইউনূস

জনকণ্ঠ
গাজীপুরে চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

বিডি প্রতিদিন
পালানোর সময় গাজীপুরের সাবেক ভারপ্রাপ্ত মেয়র গ্রেপ্তার

পালানোর সময় গাজীপুরের সাবেক ভারপ্রাপ্ত মেয়র গ্রেপ্তার

দৈনিক ইত্তেফাক
ট্রেন্ডিং
  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও সিন্ডিকেটের বিরুদ্ধে 'বস্তায় বস্তায় ঘুষ' নেওয়ার অভিযোগ: দুদকের অনুসন্ধান শুরু

  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া