জো রুটের বছরে সেরা আর কে হতে পারেন!

বছরজুড়ে তাঁর ব্যাট যেভাবে রান দেখেছে, তাতে জো রুট ধারাবাহিকতার প্রতিশব্দই হয়ে গেছেন। একের পর এক শতক, দ্বিশতকেও তাঁর রানের ক্ষুধা কমেনি। কি দেশে, কি বিদেশে-চোখধাঁধানো ইনিংস খেলেছেন সবখানেই। ২০২১ সালটা দল হিসেবে ইংল্যান্ডের যেমনই কাটুক, তাঁর অধিনায়কত্ব নিয়ে যতই প্রশ্ন উঠুক, ব্যাটসম্যান জো রুটকে অবিস্মরণীয় ১২টি মাস দিয়ে গেছে।

টেস্ট ক্রিকেটে জো রুটের হয়ে থাকা বছরে আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কার আর কে পেতে পারতেন! আজ আইসিসির পুরস্কারের ঘোষণা তো একদিক থেকে নিছক আনুষ্ঠানিকতাই ছিল।

বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের মনোনয়নে রুটের প্রতিদ্বন্দ্বীদের তালিকায় বাকি তিনজনও অবশ্য বছরটাতে দারুণ ক্রিকেট উপহার দিয়েছেন। ভারতের রবিচন্দ্রন অশ্বিন ৮ ম্যাচে ৫২ উইকেট নেওয়ার পথে গড়ে প্রতি উইকেটের পেছনে খরচ করেছেন ১৬.২৩ রান।

এর পাশাপাশি ব্যাট হাতেও ২৮.০৮ গড়ে ৩৩৭ রান করেছেন, যাতে ছিল একটি শতকও। নিউজিল্যান্ডের দীর্ঘদেহী পেসার কাইল জেমিসন ৫ ম্যাচে ১৭.৫১ গড়ে নিয়েছেন ২৭ উইকেট। শ্রীলঙ্কার উদ্বোধনী ব্যাটসম্যান দিমুথ করুণারত্নে ৭ ম্যাচে ৬৯.৩৪ গড়ে করেছেন ৯০২ রান, শতক ৪টি।

কিন্তু এবার রুটের অবিশ্বাস্য বছরের পরিসংখ্যান দেখুন, বাকি সবাইকে কেমন ম্লান মনে হবে! ১৫ ম্যাচ, ১৭০৮ রান, ৬টি শতক! ছয় শতকের মধ্যে আবার দুটি দ্বিশতক, আরও দুটি ইনিংস আছে ১৮০ ছাড়ানো।

বছরটা কেমন কেটেছে রুটের, সেটি একটি পরিসংখ্যানেই সম্ভবত অনেকটা বলে দেওয়া যায়, এই বছরে তাঁর ১৭০৮ রান টেস্ট ইতিহাসে এক পঞ্জিকাবর্ষে তৃতীয় সর্বোচ্চ। কোনো নির্দিষ্ট বছরে তাঁর চেয়ে বেশি রান করার রেকর্ড আছে শুধু দুই কিংবদন্তির-পাকিস্তানের ব্যাটসম্যান মোহাম্মদ ইউসুফ ও ওয়েস্ট ইন্ডিজের স্যার ভিভ রিচার্ডস।

এশিয়ার মাটি হোক বা অন্য কোনো দেশ, সামনে ফাস্ট বোলিংই থাকুক বা স্পিন...রুট এ বছরে সবখানেই ব্যাট হাতে রাজত্ব করেছেন। গলে শ্রীলঙ্কার বিপক্ষে ২২৮ বা চেন্নাইয়ে ভারতের বিপক্ষে ২১৮, কিংবা লর্ডসে ভারতেরই বিপক্ষে অপরাজিত ১৮০...রুটের বেশ কয়েকটি ইনিংস আধুনিক ক্রিকেটের ‘ক্লাসিক।’ বল হাতেও একেবারে অচেনা ছিলেন না। ১৪ উইকেট নিয়েছেন, যার মধ্যে আছে আহমেদাবাদে ভারতের বিপক্ষে ইনিংসে ৫ উইকেটের কীর্তিও!

আইসিসি আজ মেয়েদের বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার ও সব মিলিয়ে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কারও ঘোষণা করেছে। মেয়েদের ওয়ানডেতে বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন দক্ষিণ আফ্রিকার লিজেল লি। ২০২১ সালে ১১ ওয়ানডেতে ৯০.২৮ গড়ে ৬৩২ রান করেছেন তিনি, যার মধ্যে শতক ১টি, অর্ধশতক ৫টি।

আর সব মিলিয়ে মেয়েদের ২০২১ সালের বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন ভারতের স্মৃতি মান্ধানা। ২২ ম্যাচে ৩৮.৬৮ গড়ে ৮৫৫ রান করেছেন ভারতের ব্যাটার। শতক ১টি, অর্ধশতক ৫টি। 
এই বিভাগের আরও খবর
টটেনহ্যামের কাছে ৪-০ গোলে বিধ্বস্ত ম্যানসিটি

টটেনহ্যামের কাছে ৪-০ গোলে বিধ্বস্ত ম্যানসিটি

কালের কণ্ঠ
অ্যান্টিগার ‘সেই বিভীষিকা’ মাথায় নিয়ে খেলতে নামছে টাইগাররা

অ্যান্টিগার ‘সেই বিভীষিকা’ মাথায় নিয়ে খেলতে নামছে টাইগাররা

জাগোনিউজ২৪
মার্তিনেজের গোলে জয়ে ফিরল আর্জেন্টিনা

মার্তিনেজের গোলে জয়ে ফিরল আর্জেন্টিনা

দৈনিক ইত্তেফাক
তীরের গোলে তরী পার স্পেনের

তীরের গোলে তরী পার স্পেনের

ভোরের কাগজ
অ্যান্টিগায় প্রস্তুতি ম্যাচে হ্যাটট্রিক করে আলোচনায় হাসান মুরাদ

অ্যান্টিগায় প্রস্তুতি ম্যাচে হ্যাটট্রিক করে আলোচনায় হাসান মুরাদ

বণিক বার্তা
সীমিত সংস্করণে ফুল এনার্জি দিতেই টেস্টকে বিদায় ইমরুলের

সীমিত সংস্করণে ফুল এনার্জি দিতেই টেস্টকে বিদায় ইমরুলের

কালের কণ্ঠ
ট্রেন্ডিং
  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও সিন্ডিকেটের বিরুদ্ধে 'বস্তায় বস্তায় ঘুষ' নেওয়ার অভিযোগ: দুদকের অনুসন্ধান শুরু

  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া