সহসাই জ্বালানি তেলের দাম কমার ইঙ্গিত মিলছে না। কারণ বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন বা বিপিসির এখনো মাসে ৪৪ কোটি টাকা লোকসান গুণতে হচ্ছে।
সম্প্রতি এ কথা জানান বিপিসির চেয়ারম্যান এ বি এম আজাদ। তিনি বলেন, অন্যসব জ্বালানি তেল বিক্রি করে লাভ হলেও ডিজেলে লোকসানের কারণে প্রতি মাসে ৪৪ কোটি টাকা ক্ষতি হচ্ছে।
এক্ষেত্রে ভর্তুকি বাড়িয়ে দাম কমানো হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সেটি সরকারের নীতিগত সিদ্ধান্তের ব্যাপার। তবে আমি এটাই বলতে পারি যে সরকার সব সময় ভালো সিদ্ধান্তই নেয়।
এ বি এম আজাদ বলেন, আমি যদি গড়ে পুরো মাসের হিসাব করি, তাহলে বিশ্ববাজারে তেলের দাম আরও ২ থেকে ৩ ডলার কমলে আমরা ব্রেক ইভেন্ট পয়েন্টে আসতে পারব। তারপরে না হয় লাভ হওয়ার প্রশ্ন আসবে। ফেব্রুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত আমাদের প্রায় ৯ হাজার কোটি টাকার ভর্তুকি দিতে হয়েছে। নভেম্বর মাসে আমাদের গড় লোকসান ৪৩ থেকে ৪৪ কোটি টাকা।
এদিকে প্রতি তিন মাস পরপর জ্বালানি তেলের দাম সমন্বয়ের পরিকল্পনা এখনো পর্যালোচনার পর্যায়ে রয়েছে বলে জানান বিপিসি চেয়ারম্যান। তিনি বলেন, আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব। কারণ প্রত্যেক কাজের ক্ষেত্রে দুই দিকে চিন্তা করে সিদ্ধান্ত নিতে হয়।
অর্থবছরে ৮ হাজার কোটি টাকা লোকসানের যুক্তি দিয়ে চলতি বছরের আগস্টে জ্বালানি তেলের দাম রেকর্ড ৫২ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়।
যদিও ইউক্রেন যুদ্ধের পর বিশ্ববাজারে জ্বালানির দামে যে তেজি ভাব ছিল, সেটি এখন অনেকটাই কমে এসেছে। যুদ্ধের প্রভাবে মার্চ থেকে জুলাই পর্যন্ত ব্যারেলপ্রতি অপরিশোধিত তেলের দাম শত ডলারের বেশি ছিল। যা কখনো কখনো ১২০ ডলারও ছাড়িয়ে যায়। যদিও এখন সেটি ৭০ থেকে ৮০ ডলারের ঘরে অবস্থান করছে।
বিশ্ববাজারে ফেব্রুয়ারি মাসে সরবরাহের জন্য বিক্রি হওয়া ব্রেন্ট ক্রুডের দাম বুধবার (২৮ ডিসেম্বর) ৯ সেন্ট বা শূন্য দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৮৪ দশমিক ৪২ ডলার ছিল। আর ইউএস ক্রুডের দাম ব্যারেল প্রতি ৭৯ দশমিক ৬৩ ডলার।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়