অবশেষে জয়ের দেখা পেলো লস অ্যাঞ্জেলস ওয়েভস। টানা দুই হারের পর আসরে প্রথম জয়ের স্বাদ পেল সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলটি। যদিও এই ম্যাচে ব্যাট হাতে মাঠে নামতে হয়নি সাকিবকে, তবে বল হাতে নেন ১ উইকেট।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রিকেট লিগ টি-১০ লিগে সোমবার মুখোমুখি হয় আটলান্টা কিংস ও লস অ্যাঞ্জেলস ওয়েভস। আগে ব্যাট করে ৩ উইকেট হারিয়ে আটলান্টা সংগ্রহ করে ১৪৫ রান, যা ৯ উইকেট আর ১২ বল হাতে রেখেই পেরিয়ে যায় লস অ্যাঞ্জেলস।
ওভার প্রতি ১৪.৫ রান করার চ্যালেঞ্জ হেসেখেলেই পাড়ি দেয় সাকিবের দল। জর্জে মানসে ও অ্যাডাম রসিংটনের ৩.১ ওভারের ওপেনিং জুটি থেকেই আসে ৫১ রান। মানসে ফেরেন ১১ বলে ৩৩ করে।
এরপর আর উইকেট হারায়নি দলটি। এরপর শুরু হয় অ্যাডাম রসিংটন ও টিম ডেভিডের তাণ্ডব। রসিংটন ১৮ বলে ৫২ ও ডেভিড ১৯ বলে ৫৮ রান করে অপরাজিত থেকেই নিশ্চিত করেন লস অ্যাঞ্জেলসের জয়।
এর আগে অ্যাঞ্জেলা ম্যাথিউস একাই টানেন আটলান্টাকে। মাত্র ৩৩ বলে ৮৫ রানের ইনিংস খেলেন তিনি। তাছাড়া গাজানান্দ সিং করেন ১৪ বলে ২৮* রান। স্যাম বিলিংসের ব্যাটে আসে ৭ বলে ১৯। এই সুবাদে ৩ উইকেট হারিয়ে ১৪৫ এ পৌঁছায় আটলান্টা।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়