জয়ে ফিরেও দুশ্চিন্তায় রিয়াল

সর্বশেষ চ্যাম্পিয়নস লিগের ম্যাচে লিলের বিপক্ষে হেরে চাপে পড়েছিল রিয়াল মাদ্রিদ। সেই চাপ থেকে উদ্ধারে গতকাল রাতে ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচটি ছিল বেশ গুরুত্বপূর্ণ। সান্তিয়াগো বার্নাব্যুতে ফেদে ভালভের্দে ও ভিনিসিয়ুস জুনিয়রের গোলে গুরুত্বপূর্ণ ম্যাচটি রিয়াল জিতেছে ২–০ ব্যবধানে। 

জিতলেও ম্যাচ শেষে কার্লো আনচেলত্তির কপালে দুশ্চিন্তার ভাঁজ। এই ম্যাচেই যে চোটে পড়েছেন দলের ডিফেন্ডার দানি কারভাহাল। মৌসুমের এই সময়ে দলের অন্যতম সেরা খেলোয়াড়ের চোটে পড়া নিশ্চিতভাবেই ভাবাবে রিয়াল কোচকে।

যোগ করা সময়ে রিয়াল যখন জয়ের অপেক্ষায়, তখনই নেমে আসে বিপদ। চোটে পড়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন স্প্যানিশ ডিফেন্ডার কারভাহাল। পরে কারভাহাল নিজেই নিশ্চিত করেছেন, লিগামেন্টের মারাত্মক চোটে পড়েছেন। চোট থেকে সেরে উঠতে তাঁর অস্ত্রোপচার লাগবে এবং এ জন্য তাঁকে কয়েক মাস মাঠের বাইরে থাকতে হবে।

কারভাহালের ছিটকে যাওয়ার পাশাপাশি ভিনিসিয়ুসকে নিয়েও তৈরি হয়েছে অস্বস্তি। আনচেলত্তি জানিয়েছেন, কাঁধ ও ঘাড়ে অস্বস্তি থাকায় ভিনিসিয়ুসেরও মেডিকেল পরীক্ষা–নিরীক্ষা করাতে হবে।

বার্নাব্যুতে শুরু থেকেই দাপটের সঙ্গে খেলে রিয়াল। এর ফল পায় ১৪ মিনিটেই। বক্সের বাইরে থেকে দারুণ এক শটে গোল করে রিয়ালকে এগিয়ে দেন ভালভের্দে। এর ফলে ২০২২ সালের জানুয়ারির পর বক্সের বাইরে থেকে শট নিয়ে সবচেয়ে বেশি গোল করা ফুটবলার হলেন ভালভের্দে (৮)। ৭ গোল নিয়ে দ্বিতীয় স্থানে আছেন আঁতোয়ান গ্রিজমান ও লাগো আসপাস।

পিছিয়ে পড়লেও হাল ছাড়েনি ভিয়ারিয়ালও। রিয়ালকে ভালোভাবেই টেক্কা দিয়েছে তারা। তবে কাঙ্ক্ষিত গোলটি আদায় করতে পারেনি। উল্টো ৭৩ মিনিটে ভিনিসিয়ুসের দুর্দান্ত এক গোলে ২–০–তে পিছিয়ে পড়ে তারা। প্রথম গোলের নায়ক ভালভের্দের কাছ থেকে বল পেয়ে পোস্টের বাইরে থেকেই শট নেন ভিনি। তাঁর বুলেটগতির নিখুঁত শট ঠেকানোর কোনো উপায়ই ছিল না ভিয়ারিয়াল গোলরক্ষকের।
এই বিভাগের আরও খবর
অ্যান্টিগার ‘সেই বিভীষিকা’ মাথায় নিয়ে খেলতে নামছে টাইগাররা

অ্যান্টিগার ‘সেই বিভীষিকা’ মাথায় নিয়ে খেলতে নামছে টাইগাররা

জাগোনিউজ২৪
মার্তিনেজের গোলে জয়ে ফিরল আর্জেন্টিনা

মার্তিনেজের গোলে জয়ে ফিরল আর্জেন্টিনা

দৈনিক ইত্তেফাক
তীরের গোলে তরী পার স্পেনের

তীরের গোলে তরী পার স্পেনের

ভোরের কাগজ
অ্যান্টিগায় প্রস্তুতি ম্যাচে হ্যাটট্রিক করে আলোচনায় হাসান মুরাদ

অ্যান্টিগায় প্রস্তুতি ম্যাচে হ্যাটট্রিক করে আলোচনায় হাসান মুরাদ

বণিক বার্তা
সীমিত সংস্করণে ফুল এনার্জি দিতেই টেস্টকে বিদায় ইমরুলের

সীমিত সংস্করণে ফুল এনার্জি দিতেই টেস্টকে বিদায় ইমরুলের

কালের কণ্ঠ
বিসিবি এখন জোড়াতালি দিয়ে চলছে : ক্রীড়া উপদেষ্টা

বিসিবি এখন জোড়াতালি দিয়ে চলছে : ক্রীড়া উপদেষ্টা

জনকণ্ঠ
ট্রেন্ডিং
  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও সিন্ডিকেটের বিরুদ্ধে 'বস্তায় বস্তায় ঘুষ' নেওয়ার অভিযোগ: দুদকের অনুসন্ধান শুরু

  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া