উয়েফা চ্যাম্পিয়নস লীগে ছন্দ দেখাচ্ছে বার্সেলোনা। গ্রুপপর্বে পেয়েছে টানা তিন জয়। বুধবার অলিম্পিক লুইস কোম্পানিস স্টেডিয়ামে সবশেষ ম্যাচে শাখতার দানেৎস্ককে ২-১ গোলে হারায় ব্লাউগ্রানারা। দলের এই জয়েও সন্তুষ্ট হননি কোচ জাভি হার্নান্দেজ।
ম্যাচের ২৮তম মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা। গোলটি করেন স্প্যানিশ ফরোয়ার্ড ফেরান তোরেস। ৩৬তম মিনিটে ব্যবধান বাড়ান আরেক স্প্যানিয়ার্ড ফার্মিন লোপেজ। ৬২তম মিনিটে একটি গোল শোধ করেন শাখতারের ইউক্রেনিয়ান মিডফিল্ডার ভিক্টোরভিচ সুডাকভ।
ম্যাচজুড়ে একচেটিয়া আধিপত্য দেখায় বার্সেলোনা। ৫৪ শতাংশ বল দখলে রেখে ১৯টি শটের ৬টি লক্ষ্যে রাখে কাতালানরা। বিপরীতে ৪৬ শতাংশ বল দখলে রেখে ১১টি শট নিয়ে একটি লক্ষ্যে রাখতে সমর্থ হয় শাখতার দানেৎস্ক। দাপুটে ফুটবল খেলেও ২-১ ব্যবধানের জয় মনঃপূত হয়নি বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজের।
ম্যাচ শেষে তিনি বলেন, ‘এটা এমন একটি ম্যাচ ছিল, মনে হচ্ছিল সহজেই জিতে নেবো। তবে প্রতিপক্ষ আমাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছে। শেষে (গোল খেয়ে) ম্যাচ কঠিন করে ফেলি আমরা।’
জাভি বলেন, ‘ম্যাচটা ৪-১ কিংবা ৫-১ ব্যবধানে জিততে পারতাম আমরা। অনেক সুযোগ তৈরি করেও আমরা আক্রমণে দক্ষতা দেখাতে পারিনি।’
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়