টি২০ নেতৃত্বে আসছেন সাকিব-সোহান

বিশ্বকাপের পরই টি২০ দল ঢেলে সাজানোর সুযোগ ছিল। পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজ দিয়ে পরীক্ষামূলক একটা চেষ্টাও হয়েছিল। যদিও বেশি দিন নিজেদের সিদ্ধান্তে অটল থাকতে পারেননি বিসিবি কর্মকর্তারা। তাই আফগানিস্তানের বিপক্ষে হোম সিরিজেই নতুনদের ছুড়ে ফেলা হয়। দেরিতে হলেও টি২০ দলকে আবার ঢেলে সাজাতে উদ্যোগী হয়েছে বিসিবি। অস্ট্রেলিয়া বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে জিম্বাবুয়ে সফরের দলেই দেখা যেতে পারে বেশ কিছু পরিবর্তন। 

বিসিবির একজন পরিচালক জানান, সাকিব আল হাসানকে অধিনায়ক আর নুরুল হাসান সোহানকে সহ-অধিনায়ক করা হচ্ছে টি২০ দলে। সাকিবকে বলা হবে জিম্বাবুয়েতেই দলের নেতৃত্ব বুঝে নিতে। তিনি রাজি না হলে সহ-অধিনায়ক সোহান নেতৃত্ব দেবেন তিন ম্যাচের সিরিজে। সেক্ষেত্রে বিশ্রাম দেওয়া হতে পারে মাহমুদউল্লাহকে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন রাজি হলে এই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবে ক্রিকেট পরিচালনা বিভাগ।

তিন ম্যাচ টি২০ এবং তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ দল জিম্বাবুয়ে যাবে ২৬ জুলাই। ৩০ জুলাই এবং ১ ও ২ আগস্ট হবে টি২০ ম্যাচ। ৫, ৭ ও ১০ আগস্ট অনুষ্ঠিত হবে ওয়ানডে ম্যাচ। দ্বিপক্ষীয় এ সিরিজের জন্য দল ঘোষণা করা হতে পারে আজ। 

জাতীয় নির্বাচক কমিটির একজন সদস্য গতকাল জানান, টি২০-তে মাহমুদউল্লাহর সঙ্গে মুশফিককেও বিশ্রামে রাখার কথা ভাবা হচ্ছে। প্রধান কোচ রাসেল ডমিঙ্গোরও সায় আছে বোর্ডের এই পরিকল্পনায়। তাই নির্বাচক কমিটির দিক থেকে চেষ্টা করা হচ্ছে বিসিবি সভাপতিকে রাজি করাতে। কারণ জিম্বাবুয়ে সফরটিকে দেখা হচ্ছে টি২০ বিশ্বকাপের পরীক্ষা-নিরীক্ষার সিরিজ হিসেবে। মূলত ব্যাটিং লাইনআপ ঠিক করতেই অপেক্ষাকৃত তরুণ ক্রিকেটারদের ম্যাচ খেলার সুযোগ করে দেওয়ার পরিকল্পনা কোচিং স্টাফের। জাতীয় দল নির্বাচক কমিটির নির্দেশনায় সেভাবে স্কোয়াড গড়ছেন নির্বাচক প্যানেল।

ওয়েস্ট ইন্ডিজ সফরে সিনিয়রদের মধ্যে কেবল মুশফিকুর রহিম ছিলেন না। হজ পালনের জন্য সফর থেকে ছুটি নিয়েছিলেন তিনি। জিম্বাবুয়ে সফর দিয়ে জাতীয় দলে ফেরার কথা তার। বিসিবি সভাপতি পাপনের সঙ্গে সেভাবেই কথা বলা আছে মুশফিকের। তবে মুশফিক নিজে থেকেও টি২০ ছেড়ে দিতে পারেন বলে গুঞ্জন রয়েছে। সবকিছুই আসলে নির্ভর করছে বিসিবি সভাপতি পাপনের ওপর। পাপন এই পরিকল্পনা মেনে নিতে রাজি না হলে হতাশ হবেন পরিচালকদের একাংশ। 

নাম প্রকাশ না করার শর্তে বিসিবির একজন কর্মকর্তা বলেন, 'মাহমুদউল্লাহ গত পাঁচ বছরে এমন কী করেছে যে, টি২০ দলে রাখতে হবে। নিজেরা তো পারফর্ম করছেই না, উল্টো দলকে এলোমেলো করে দিচ্ছে। নিজেরা টিকে থাকার জন্য জুনিয়রদের সব সময় চাপে রাখে তারা। আমার প্রশ্ন হচ্ছে, মাহমুদউল্লাহকে বাদ দিতে এত ভয় কিসে? ওকে জিম্বাবুয়ে সফরে নিতে হলে বিশ্বকাপ দলেও থাকবে। তেমন কিছু ঘটলে খুবই খারাপ হবে।'

জিম্বাবুয়ে সিরিজটি দল গোছানোর হলেও একেবারে নতুন মুখ নেওয়ার সম্ভাবনা কম। জাতীয় দলের পরিচিত মুখদের নেওয়া হবে বিশ্বকাপ মাথায় রেখে। ব্যাটার ইয়াসির আলী রাব্বি এবং পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকেও জিম্বাবুয়ে সফরের জন্য ফিট করার চেষ্টা করছে বিসিবি মেডিকেল বিভাগ। রাব্বি ফিটনেস নিয়ে কাজ করছেন। আর সাইফউদ্দিনকে দিল্লি পাঠানো হচ্ছে কোমরে ইনজেকশন নেওয়ার জন্য। ভিসা পেতে দেরি হওয়ায় ভারত যাওয়াও বিলম্ব হচ্ছে কিছুটা। আজ জানা যাবে দিল্লি কবে যেতে পারবেন এ পেসার। 
এই বিভাগের আরও খবর
অ্যান্টিগার ‘সেই বিভীষিকা’ মাথায় নিয়ে খেলতে নামছে টাইগাররা

অ্যান্টিগার ‘সেই বিভীষিকা’ মাথায় নিয়ে খেলতে নামছে টাইগাররা

জাগোনিউজ২৪
মার্তিনেজের গোলে জয়ে ফিরল আর্জেন্টিনা

মার্তিনেজের গোলে জয়ে ফিরল আর্জেন্টিনা

দৈনিক ইত্তেফাক
তীরের গোলে তরী পার স্পেনের

তীরের গোলে তরী পার স্পেনের

ভোরের কাগজ
অ্যান্টিগায় প্রস্তুতি ম্যাচে হ্যাটট্রিক করে আলোচনায় হাসান মুরাদ

অ্যান্টিগায় প্রস্তুতি ম্যাচে হ্যাটট্রিক করে আলোচনায় হাসান মুরাদ

বণিক বার্তা
সীমিত সংস্করণে ফুল এনার্জি দিতেই টেস্টকে বিদায় ইমরুলের

সীমিত সংস্করণে ফুল এনার্জি দিতেই টেস্টকে বিদায় ইমরুলের

কালের কণ্ঠ
বিসিবি এখন জোড়াতালি দিয়ে চলছে : ক্রীড়া উপদেষ্টা

বিসিবি এখন জোড়াতালি দিয়ে চলছে : ক্রীড়া উপদেষ্টা

জনকণ্ঠ
ট্রেন্ডিং
  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও সিন্ডিকেটের বিরুদ্ধে 'বস্তায় বস্তায় ঘুষ' নেওয়ার অভিযোগ: দুদকের অনুসন্ধান শুরু

  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া