দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরজের প্রথম টেস্টে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মুমিনুল হক। ডারবান ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ২টায় প্রথম দিনের খেলা শুরু হবে।
বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কোনো জয় নেই। টেস্ট স্ট্যাটাস পওয়ার পর থেকে এ পর্যন্ত ১২টি টেস্ট ম্যাচে মুখোমুখি হয়েছে দু’দল। সেখানে বাংলাদেশ দলের অনুপ্রেরণা ২০১৫ সালে ঢাকা-চট্টগ্রামে দু’টি টেস্ট ড্র। আর বাকিটা হারের লিপি। এমন প্রতিকূল পরিসংখ্যান নিয়ে প্রোটিয়াদের বিপক্ষে আবারো দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। আগামীকাল ডারবানে সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি শুরু হবে। বাংলাদেশ সময় দুপুর ২টায় প্রথম দিনের খেলা শুরু হবে।
এর আগে টেস্টের মতো পরিসংখ্যান নিয়ে ওডিআই সিরিজেও খেলতে নেমেছিল তামিম-সাকবিরা। কিন্তু টাইগারদের সম্মিলিত আগ্রাসনে প্রোটিয়াদের সাফল্যের ধারা ভেঙে চুরমার হয়েছে। তিন ম্যাচের ওডিআই সিরিজ ২-১ ব্যবধানে জিতে ইতিহাস গড়ে বাংলাদেশ।
দক্ষিণ আফ্রিকার মাটিতে এর নিয়ে সপ্তম টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। আগের ছয় টেস্টের সবকটিতেই হেরেছে অতিথিরা। তবে সর্বশেষ নিউজিল্যান্ডের মাটিতে ১-১ ড্রয়ের টেস্ট সিরিজটি বাংলাশে দলের অনুপ্রেরণা। অপরদিকে প্রোটিয়ারা শেষ সিরিজে ঘরের মাঠে ভারতকে ২-১ ব্যবধানে পরাজিত করেছিল।
বাংলাদেশের একাদশ : মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, ইয়াসির আলি রাব্বি, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন, তাসকিন আহমেদ ও খালেদ আহমেদ ।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়