শুধু ঢাকা শহরেই ধানমণ্ডি থেকে মতিঝিল পর্যন্ত জুবাইদা রহমান ও তার বোন বিন্দুর ৩/৪ হাজার কোটি টাকার সম্পদ আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।
রোববার (৬ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী জুবাইদা রহমানের বিরুদ্ধে দুদকের ‘মিথ্যা মামলায় ষড়যন্ত্রমূলক রায়ে’র প্রতিবাদে গণতন্ত্র ফোরামের প্রতীকী অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বরকত উল্লাহ বুলু বলেন, 'এই উপমহাদেশের যদি ৫টি পরিবার ধরা হয় তাহলে জুবাইদা রহমানের পরিবার অন্যতম। তিনি সেই পরিবারের উত্তরাধিকার। যাদের সম্পদ আসাম এবং বাংলাদেশ মিলে যদি এখনকার টাকায় হিসেব করেন তাহলে কয়েক লক্ষ কোটি টাকা।'
জুবাইদা রহমানের বিরুদ্ধে মামলা ভিত্তিহীন মন্তব্য করে তিনি বলেন, 'যার মা হচ্ছে কুমিল্লার বিখ্যাত সৈয়দ পরিবারের সন্তান। উপমহাদেশের স্বনামধন্য এ পরিবারের বিরুদ্ধে এমন মামলার রায় কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যিনি হাজার হাজার কোটি টাকার মালিক তিনি নাকি কয়েক লক্ষ টাকার তথ্য গোপন করেছেন। তার নামে মামলা দিয়ে রায় দিয়েছেন। এটি ভিত্তিহীন।'
বরকত উল্লাহ বুলু বলেন, ‘বাংলাদেশে আইনের শাসন নেই, বিচার ব্যবস্থা নেই, আইন শৃঙ্খলা বাহিনীর কোনো নিরপেক্ষ অবস্থান নেই। দেশে মাত্র এক ব্যক্তির শাসন চলছে, উনি হলেন শেখ হাসিনা।’
‘শেখ হাসিনা যাই বলেন তাই বাংলাদেশে হয়, এর বাইরে কিছু নেই’ মন্তব্য করে বুলু বলেন, মন্ত্রীদের যদি সাংবাদিকেরা জিজ্ঞেস করেন; উনারা বলেন, 'প্রধানমন্ত্রী বলে দিয়েছেন, প্রধানমন্ত্রী এটা করবেন, তিনি এ বিষয়ে জানাবেন' এর বাইরে মন্ত্রী-এমপিদের কোনো কিছু বলার নেই। ক্ষমতা নেই। আওয়ামী লীগ, রাষ্ট্র চলে শুধু শেখ হাসিনার ইশারায়।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়