সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কার করে ২০১৮ সালে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহালের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুর ১টার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি অংশ অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় মহাসড়কের কয়েক কিলোমিটারজুড়ে পরিবহন থেমে থাকতে দেখা গেছে।
সেখানে শিক্ষার্থীরা হাতে থাকা প্ল্যাকার্ড ও পোস্টার উঁচিয়ে ধরে স্লোগান দিচ্ছেন। প্ল্যাকার্ডে লেখা আছে, মুক্তিযুদ্ধের মূলকথা সুযোগের সমতা, কোটা না মেধা, মেধা মেধা, বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, একাত্তরের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে, এক দফা এক দাবি এক, কোটা নট কাম ব্যাক।
আন্দোলনরত শিক্ষার্থী আনোয়ার হোসেন, রাজীব দাশ, সুমিত কর্মকার ও আমজাদ হোসেন বলেন, আমরা শান্তিপূর্ণভাবে প্রথমে দাবি জানিয়েছি। আমাদের কথা রেখেছিল সরকার। কিন্তু হাইকোর্ট আবার সেটাকে স্থগিত করেছে। আমরা চাই, ২০১৮ সালের পরিপত্র আবার পুনর্বহাল থাকুক।
তারা বলেন, গরিব দুঃখীর বাংলাদেশে কিসের কোটা। একটা ছেলে সারাদিন পড়বে আর যুদ্ধ করবে আর চাকরি পাবে কোটাধারীরা। এটা একটা জাতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে। আমরা কোটা চাই না। যতক্ষণ না রায় পুনর্বহাল করা হবে আমরা সড়ক থেকে ছেড়ে যাবো না।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়