তাবলিগের ১৪ মুসল্লিকে অচেতন করে জিনিসপত্র লুট

মাদারীপুরের কালকিনিতে তাবলিগে অংশ নেওয়া ১৪ মুসল্লিকে খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে অচেতন করে সবকিছু লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

সোমবার (৭ ফেব্রুয়ারি) ভোররাতে কালকিনি পৌরসভার চরঠ্যাঙ্গামারা এলাকার বড়ব্রিজ জামে সমজিদের ভেতর এ ঘটনা ঘটে।

অসুস্থরা হলেন- আবদুর রহমান (৪৫), হাবিবুর রহমান (৫৭), আতাউর রহমান (৫৫), মুতাহির আলী (৬০), আহির আলী (৬৪), আবদুল করিম (৭৫), আবদুল ওয়াহিদ (৭০, মহিম উদ্দিন (৬৫), হামিদুর রহমান (১৮), সুনা মিয়া (৭০), তাহের আলী (৭০), নুরুল হক (৫৭), আমির আলী (৮৯), মেজহান উদ্দিন (৬০। এদের সবার বাড়ি মৌলভীবাজারের বড়খোলা এলাকায়।

পুলিশ জানায়, রাজধানী ঢাকা থেকে লঞ্চে তাবলিগের জন্য সোমবার সকালে মাদারীপুরের কালকিনিতে আসেন একদল মুসল্লি। পরে সন্ধ্যায় কালকিনি পৌরসভার চরঠ্যাঙ্গামা এলাকার বড়ব্রিজ জামে মসজিদে অংশ নেন তারা। রাতে তাদের খাবার ভাত ও সবজির সঙ্গে দুর্বৃত্তরা চেতনানাশক মিশিয়ে রাখে। বিষয়টি না বুঝে মুসল্লিরা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। এ সময় সবাই অচেতন হয়ে মসজিদের ভেতর পড়ে থাকে।

পরে ভোররাতে দুর্বৃত্তরা মুসল্লিদের সঙ্গে থাকা নগদ টাকা, মোবাইল ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। মসজিদে ফজরের নামাজ পড়তে আসা অন্য মুসল্লিরা বিষয়টি বুঝতে পেরে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ও স্থানীয় লোকজনের সহযোগিতায় গুরুতর অসুস্থ ১৪ জনকে অচেতন অবস্থায় উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এই ঘটনার দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন মুসল্লিরা।

কালকিনি পৌর এলাকার কাজী ও তাবলিগের মুসল্লি মো. এনামুল হক জানান, এই ঘটনার সঙ্গে যারা জড়িত প্রত্যেক আইনের আওতায় এনে বিচার দাবি করছি। তাবলিগে অংশ নেওয়া মুসল্লিদের চেতনানশক খাইয়ে সবকিছু লুট করে নিয়ে যাওয়া বড়ই কষ্টদায়ক।

মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. আসিফ ইয়াজদানী জানান, গুরুতর অসুস্থ ১৪ জন মুসল্লি মঙ্গলবার সকালে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে খাবারের সঙ্গে চেতনানাশক খাইয়ে সবাইকে অচেতন করা হয়েছে। 
এই বিভাগের আরও খবর
চুয়াডাঙ্গায় ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

চুয়াডাঙ্গায় ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

মানবজমিন
চুয়াডাঙ্গায় ৪৩.৭ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড, ৩৫ বছরে দেশের সর্বোচ্চ

চুয়াডাঙ্গায় ৪৩.৭ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড, ৩৫ বছরে দেশের সর্বোচ্চ

জাগোনিউজ২৪
ভোটার ছাড়া ভোট চুন ছাড়া পান খাওয়ার মতো: ইসি রাশেদা

ভোটার ছাড়া ভোট চুন ছাড়া পান খাওয়ার মতো: ইসি রাশেদা

জাগোনিউজ২৪
দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

জনকণ্ঠ
চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টির পূর্বাভাস

চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টির পূর্বাভাস

নয়া দিগন্ত
তিন বিদেশি শক্তি আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে কাজ করেছিল: জিএম কাদের

তিন বিদেশি শক্তি আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে কাজ করেছিল: জিএম কাদের

মানবজমিন
ট্রেন্ডিং
  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া

  • অবিশ্বাস্য কীর্তিতে হাজার রানের ক্লাবে এনামুল বিজয়