ঢাকা প্রিমিয়ার লিগের শেষ ম্যাচে আজ বৃহস্পতিবার (২৮ এপ্রিল) তামিম-বিজয়ের প্রাইম ব্যাংকের প্রতিপক্ষ গাজী গ্রুপ ক্রিকেটার্স। বিকেএসপির তিন নম্বর মাঠে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় প্রাইম ব্যাংক। দলের পক্ষে ব্যাট করতে নেমে তামিম ইকবাল তার সঙ্গী এনামুল বিজয়ের সঙ্গে গড়ে তোলেন ২১৫ রানের বিশাল জুটি। ব্যাট হাতে আজও শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন এনামুল হক বিজয়। ৩৭ বলেই হাফ সেঞ্চুরি পূর্ণ করেন বিজয়। অন্যদিকে তামিম ছিলেন শান্ত। হাফ সেঞ্চুরি পূর্ণ করতে তার লেগেছে ৮৪ বল।
হাফ সেঞ্চুরির পর হাত খুলতে থাকেন তামিম ইকবাল। সেঞ্চুরি পূর্ণ করতে তামিমের লাগে আরও ৩৮ বল। ১২২ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তামিম ইকবাল। অন্যদিকে আগের ম্যাচেই ‘লিস্ট এ’ ক্রিকেটে বিশ্বরেকর্ড গড়া এনামুল হক বিজয়ও দ্রুতগতিতে এগোচ্ছিলেন টানা দ্বিতীয় সেঞ্চুরির দিকে।
সেঞ্চুরি পূর্ণ করে তামিম ঝড় তোলেন বিকেএসপির মাঠে। ১৩টি চার ও ছয়টি ছক্কা হাঁকিয়ে ১৩২ বলে ১৩৭ রান করে আরাফাত সানির বলে সাজঘরে ফেরেন তামিম। তামিমের ‘লিস্ট এ’ ক্যারিয়ারের ২১তম সেঞ্চুরি এটি। এর আগের ম্যাচেই রূপগঞ্জের টাইগার্সের বিপক্ষে ৮১ বল খেলে ৯টি চার ও ৭টি ছক্কায় ১০৯ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন তামিম। সেঞ্চুরির কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন তার আগের ম্যাচেও। শেখ জামালের বিপক্ষে ৮৫ বলে ৯০ রানের ইনিংস খেলেছিলেন বাঁহাতি ড্যাশিং ব্যাটার।
তামিম পারলেও টানা দ্বিতীয় সেঞ্চুরি হাঁকাতে পারেননি এনামুল বিজয়। নার্ভাস নাইন্টিজে আটকে গেছেন ‘লিস্ট এ’ ক্রিকেটে এক আসরে হাজার রান করা প্রথম ক্রিকেটার। ৮৫ বলে ৯৬ রান করে বিদায় নেন এই ডানহাতি ব্যাটার। তার ইনিংসটি সাজানো ছিল আটটি চার ও দুটি ছক্কায়।
সেঞ্চুরি না পেলেও আজ আবার রেকর্ড গড়েছেন বিজয়। ডিপিএলের এক আসরের সবচেয়ে বেশি হাফ সেঞ্চুরির রেকর্ড এখন বিজয়ের। ৯টি হাফ সেঞ্চুরি নিয়ে তিনি পেছনে ফেলেছেন নাঈম ইসলাম ও রকিবুল হাসানকে। নাঈমের রেকর্ডটি ছিল ২০১৪-১৪ আসরে এবং রকিবুল সেই রেকর্ডে ভাগ বসিয়েছিলেন ২০১৮-১৯ সেশনে। এবার সেসব রেকর্ড ভেঙে দিলেন বিজয়।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়