তামিমের টানা দ্বিতীয় সেঞ্চুরি, বিজয়ের আফসোস

ঢাকা প্রিমিয়ার লিগের শেষ ম্যাচে আজ বৃহস্পতিবার (২৮ এপ্রিল)  তামিম-বিজয়ের প্রাইম ব্যাংকের প্রতিপক্ষ গাজী গ্রুপ ক্রিকেটার্স। বিকেএসপির তিন নম্বর মাঠে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় প্রাইম ব্যাংক। দলের পক্ষে ব্যাট করতে নেমে তামিম ইকবাল তার সঙ্গী এনামুল বিজয়ের সঙ্গে গড়ে তোলেন ২১৫ রানের বিশাল জুটি। ব্যাট হাতে আজও শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন এনামুল হক বিজয়। ৩৭ বলেই হাফ সেঞ্চুরি পূর্ণ করেন বিজয়। অন্যদিকে তামিম ছিলেন শান্ত। হাফ সেঞ্চুরি পূর্ণ করতে তার লেগেছে ৮৪ বল।

হাফ সেঞ্চুরির পর হাত খুলতে থাকেন তামিম ইকবাল। সেঞ্চুরি পূর্ণ করতে তামিমের লাগে আরও ৩৮ বল। ১২২ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তামিম ইকবাল। অন্যদিকে আগের ম্যাচেই ‘লিস্ট এ’ ক্রিকেটে বিশ্বরেকর্ড গড়া এনামুল হক বিজয়ও দ্রুতগতিতে এগোচ্ছিলেন টানা দ্বিতীয় সেঞ্চুরির দিকে।

সেঞ্চুরি পূর্ণ করে তামিম ঝড় তোলেন বিকেএসপির মাঠে। ১৩টি চার ও ছয়টি ছক্কা হাঁকিয়ে ১৩২ বলে ১৩৭ রান করে আরাফাত সানির বলে সাজঘরে ফেরেন তামিম। তামিমের ‘লিস্ট এ’ ক্যারিয়ারের ২১তম সেঞ্চুরি এটি। এর আগের ম্যাচেই রূপগঞ্জের টাইগার্সের বিপক্ষে  ৮১ বল খেলে ৯টি চার ও ৭টি ছক্কায় ১০৯ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন তামিম। সেঞ্চুরির কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন তার আগের ম্যাচেও। শেখ জামালের বিপক্ষে ৮৫ বলে ৯০ রানের ইনিংস খেলেছিলেন বাঁহাতি ড্যাশিং ব্যাটার।

তামিম পারলেও টানা দ্বিতীয় সেঞ্চুরি হাঁকাতে পারেননি এনামুল বিজয়। নার্ভাস নাইন্টিজে আটকে গেছেন ‘লিস্ট এ’ ক্রিকেটে এক আসরে হাজার রান করা প্রথম ক্রিকেটার। ৮৫ বলে ৯৬ রান করে বিদায় নেন এই ডানহাতি ব্যাটার। তার ইনিংসটি সাজানো ছিল আটটি চার ও দুটি ছক্কায়।

সেঞ্চুরি না পেলেও আজ আবার রেকর্ড গড়েছেন বিজয়। ডিপিএলের এক আসরের সবচেয়ে বেশি হাফ সেঞ্চুরির রেকর্ড এখন বিজয়ের। ৯টি হাফ সেঞ্চুরি নিয়ে তিনি পেছনে ফেলেছেন নাঈম ইসলাম ও রকিবুল হাসানকে। নাঈমের রেকর্ডটি ছিল ২০১৪-১৪ আসরে এবং রকিবুল সেই রেকর্ডে ভাগ বসিয়েছিলেন ২০১৮-১৯ সেশনে। এবার সেসব রেকর্ড ভেঙে দিলেন বিজয়।
এই বিভাগের আরও খবর
অ্যান্টিগার ‘সেই বিভীষিকা’ মাথায় নিয়ে খেলতে নামছে টাইগাররা

অ্যান্টিগার ‘সেই বিভীষিকা’ মাথায় নিয়ে খেলতে নামছে টাইগাররা

জাগোনিউজ২৪
মার্তিনেজের গোলে জয়ে ফিরল আর্জেন্টিনা

মার্তিনেজের গোলে জয়ে ফিরল আর্জেন্টিনা

দৈনিক ইত্তেফাক
তীরের গোলে তরী পার স্পেনের

তীরের গোলে তরী পার স্পেনের

ভোরের কাগজ
অ্যান্টিগায় প্রস্তুতি ম্যাচে হ্যাটট্রিক করে আলোচনায় হাসান মুরাদ

অ্যান্টিগায় প্রস্তুতি ম্যাচে হ্যাটট্রিক করে আলোচনায় হাসান মুরাদ

বণিক বার্তা
সীমিত সংস্করণে ফুল এনার্জি দিতেই টেস্টকে বিদায় ইমরুলের

সীমিত সংস্করণে ফুল এনার্জি দিতেই টেস্টকে বিদায় ইমরুলের

কালের কণ্ঠ
বিসিবি এখন জোড়াতালি দিয়ে চলছে : ক্রীড়া উপদেষ্টা

বিসিবি এখন জোড়াতালি দিয়ে চলছে : ক্রীড়া উপদেষ্টা

জনকণ্ঠ
ট্রেন্ডিং
  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও সিন্ডিকেটের বিরুদ্ধে 'বস্তায় বস্তায় ঘুষ' নেওয়ার অভিযোগ: দুদকের অনুসন্ধান শুরু

  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া