লক্ষ্মীপুরে ঘরের তালা ভেঙে বৃদ্ধ দম্পতির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৭ অক্টোবর) রাত ৯টায় সদর উপজেলার শাকচর ইউনিয়নের ১ নম্বর শাকচর গ্রাম থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলেন—শাকচর গ্রামের ছৈই মিঝি বাড়ির বাসিন্দা আবু ছিদ্দিক (৭৩) ও তার স্ত্রী আতরের নেছা (৬৫)। তাদের কোনও সন্তান ছিল না। তবে একটি পালিত সন্তান রয়েছে বলে জানা গেছে।
আবু ছিদ্দিকের ভাতিজা আবদুল হান্নান বলেন, ‘আমার জ্যাঠা-জেঠি একতলা ভবনে বসবাস করতেন। রাতে ঘর থেকে দুর্গন্ধ বের হলে আশপাশের লোকজনের সন্দেহ হয়। পরে খবর পেয়ে পুলিশ এসে ঘরে ঢুকে তাদের লাশ উদ্ধার করেছে।’
তিনি আরও বলেন, ‘আমার জেঠা আগে দুবাইয়ের রাজধানী আবুধাবিতে ছিলেন। প্রায় ১৫ বছর ধরে তিনি বাড়িতে আছেন। তাদের কোনও সন্তান ছিল না। কিন্তু আবদুর রহিম নামে এক পালিত ছেলে রয়েছে। ১৫ বছর ধরে সে এই বাড়িতে বসবাস করে না। বিয়ে করে শ্বশুরবাড়িতেই থাকে। কয়েক বছর ধরে আমার জ্যাঠ-জেঠির সঙ্গে তার সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছিলো না।’
শাকচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান বলেন, ‘ঘরের খাটের ওপর বৃদ্ধ দম্পতির অর্ধগলিত লাশ পাওয়া গেছে। এটা হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।’
জেলা পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ জানান, ভবনের গেট তালাবদ্ধ এবং দরজা ভেতর থেকে আটকানো ছিল। তবে ছাদের দরজার খোলা ছিল। তালা ভেঙে ঘরে ঢুকে তাদের গলায় কাপড় পেঁচানো দেখা গেছে। লাশ খাটে পড়ে ছিল। জিহ্বা বের হয়ে ছিল দুই জনেরই। ঘরের ভেতর থেকে কোনও জিনিসপত্র খোয়া গেছে কি-না দেখা হচ্ছে।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়