তিন বছরে বিএসসি ডিগ্রি দিচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়

বেসরকারি উদ্যোগে গড়ে ওঠা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি খুলনা (এনইউবিটিকে)। ২০১৭ সালে বিশ্ববিদ্যালয়টিকে বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ও বিএসসি ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং (ইইই) বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক প্রোগ্রাম অনুমোদন দেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। যদিও চার বছরের প্রোগ্রামগুলোকে তিন বছরের দেখিয়ে ডিপ্লোমা ডিগ্রিধারীদের জন্য স্নাতক ডিগ্রি অফার করছে এনইউবিটিকে। একই বিষয়ে ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য তিন বছরের স্নাতক ডিগ্রি অফার করছে খুলনার আরেকটি বেসরকারি উচ্চ শিক্ষালয় নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ও।

এনইউবিটিকে ও নর্থ ওয়েস্টার্নের মতো চার বছরের ডিগ্রিকে তিন বছরে রূপ দিয়েছে দুই ডজনের বেশি বেসরকারি বিশ্ববিদ্যালয়। ইউজিসির অনুমোদন না থাকলেও মূলত ডিপ্লোমা শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণের প্রচেষ্টাতেই বিশ্ববিদ্যালয়গুলোর ওয়েবসাইট, ভর্তি বিজ্ঞপ্তি, নির্দেশিকা, ব্যানার ও বিজ্ঞাপনসহ নানা মাধ্যমে তিন বছরের বিএসসি ডিগ্রির প্রচার করা হচ্ছে।

ইউজিসি কর্মকর্তারা বলছেন, কমিশনের নির্দেশনা অনুযায়ী ডিপ্লোমা শিক্ষার্থীদের কিছু নির্ধারিত ক্রেডিট কমানোর সুযোগ রয়েছে। তবে সেটি কোনোভাবেই এক বছরের জন্য নয়। ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের একজন কর্মকর্তা এ প্রসঙ্গে বলেন, ‘ইউজিসি থেকে প্রোগ্রাম অনুমোদন দেয়ার সময় স্পষ্টভাবে বেশকিছু নির্দেশনা দেয়া হয়। নির্দেশনায় নিয়মিত প্রোগ্রামের বাইরে বিশেষ প্রোগ্রাম, শুক্র-শনিবারের স্নাতক প্রোগ্রাম—এ ধরনের কোনো পরিবর্তন এনে প্রোগ্রাম পরিচালনা করা যাবে না। যদি কোনো বিশ্ববিদ্যালয় এ নির্দেশনার ব্যত্যয় ঘটায়, তাহলে সেটি অবশ্যই নিয়মবহির্ভূত।’

একমাত্র ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ছাড়া দেশের কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ই ডিপ্লোমা সনদের ভিত্তিতে স্নাতক প্রোগ্রামে ভর্তি নেয় না। ডুয়েটে খোঁজ নিয়ে জানা গেছে, ডিপ্লোমাধারী শিক্ষার্থীদের যে সংখ্যক ক্রেডিট ছাড় দেয়া হয়, সেটি কোনোভাবেই এক সেমিস্টারের বেশি নয়। এ প্রসঙ্গে জানতে চাইলে ডুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহাকারী অধ্যাপক মো. জাকির হোসেন বলেন, ডিপ্লোমা শিক্ষার্থীদের পক্ষ থেকে যখন ক্রেডিট ছাড়ের দাবি জানানো হয়। তখন ডুয়েটের শিক্ষকরা ডিপ্লোমার সিলেবাস পর্যালোচনা করে কিছু ক্রেডিট ছাড়ের সিদ্ধান্ত নেয়া হয়। তাতে শিক্ষার্থীরা সর্বোচ্চ এক সেমিস্টারের ছাড় পায়। 

এই বিভাগের আরও খবর
টাঙ্গাইলে বিদ্যালয়ে ক্লাস নিলেন উপদেষ্টা

টাঙ্গাইলে বিদ্যালয়ে ক্লাস নিলেন উপদেষ্টা

বাংলা ট্রিবিউন
পেছালো ঢাবির একটি ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ

পেছালো ঢাবির একটি ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ

দৈনিক ইত্তেফাক
লক্ষ্মীপুরে সেতু ধসে যাতায়াত বন্ধ চার দিন, বাতিল হলো একটি কলেজের পরীক্ষা

লক্ষ্মীপুরে সেতু ধসে যাতায়াত বন্ধ চার দিন, বাতিল হলো একটি কলেজের পরীক্ষা

প্রথমআলো
হলগুলোতে ছাত্রদলের পোস্টার, মধ্যরাতে ঢাবিতে শিক্ষার্থীদের মিছিল

হলগুলোতে ছাত্রদলের পোস্টার, মধ্যরাতে ঢাবিতে শিক্ষার্থীদের মিছিল

সমকাল
ঢাবিতে মুক্তিযুদ্ধের নাতি-নাতনির কোটা বাতিল

ঢাবিতে মুক্তিযুদ্ধের নাতি-নাতনির কোটা বাতিল

ভোরের কাগজ
এনটিআরসিএর ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আসছে, নিয়োগ হবে এক লাখ শিক্ষক

এনটিআরসিএর ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আসছে, নিয়োগ হবে এক লাখ শিক্ষক

দ্যা ডেইলি ক্যাম্পাস
ট্রেন্ডিং
  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও সিন্ডিকেটের বিরুদ্ধে 'বস্তায় বস্তায় ঘুষ' নেওয়ার অভিযোগ: দুদকের অনুসন্ধান শুরু

  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া